আরও পড়ুন: সমকাম থেকে মোক্ষ! ভারতভূমের হিন্দু মন্দিরগুলিতে যা রয়েছে....
রাহুলের কথায়, 'হিন্দুত্বের সারাংশ কী? গীতা কী বলে? সেই জ্ঞান সবার সঙ্গে ও সবার মধ্যে রয়েছে৷ আমাদের প্রধানমন্ত্রী বলেন, তিনি হিন্দু, কিন্তু উনি হিন্দুত্বের মূল ভিত্তিটাই বোঝেন না৷ কেমন হিন্দু উনি?' সম্প্রতি কংগ্রেস সাংসদ সিপি যোশীর একটি মন্তব্যের জেরে তাঁকে ক্ষমা চাইতে হয়৷ যোশী বলেছিলেন, শুধুমাত্র পন্ডিত ও ব্রাহ্মণরাই হিন্দু৷ এরপরই তীব্র সমালোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত রাহুলের নির্দেশ ক্ষমা চান যোশী৷
advertisement
শুধু হিন্দুত্ব নিয়েই নয়, রাহুল এ দিন প্রধানমন্ত্রীকে 'সবজান্তা' বলেও কটাক্ষ করেন৷ তাঁর বক্তব্য, যুবকদের জন্য কর্মসংস্থান করতেই পারেননি প্রধানমন্ত্রী৷ চিন এখন আমাদের ছাড়িয়ে এগিয়ে গিয়েছে৷ ভারত যদি ভালো সরকার পায়, তা হলে আগামী ১৫-২০ বছরে চিনকে পিছনে ফেলে দেবে৷
অনাদায়ী ঋণের বাড়বাড়ন্ত নিয়েও এ দিন মোদি সরকারকে একহাত নিয়ে রাহুল বলেন, ইউপিএ জমানায় NPA-র পরিমাণ ছিল ২ লক্ষ কোটি টাকা৷ মোদি জমানায় তা বেড়ে হয়েছে ১২ লক্ষ কোটি টাকা৷