TRENDING:

Opposition Meeting in Bengaluru: জোটের নাম ‘I N D I A ’, মোদির বিরুদ্ধে লড়াইয়ে এককাট্টা বিরোধী দলগুলি

Last Updated:

Opposition Meeting in Bengaluru: আর এই সিদ্ধান্তের পরেই ইঙ্গিতপূর্ণ ট্যুইট করেছেন ডেরেক’ও ব্রায়েন৷ তিনি ট্যুইটারে লিখেছেন, ‘চক দে ইন্ডিয়া৷’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: কেন্দ্রীয় স্তরে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে এ বার বড় ঘোষণা করল বিরোধী শিবির৷ সেখানে ঘোষণা করা হল নতুন বিরোধী জোটের নাম৷ বিরোধী জোটের নাম দেওয়া হয়েছে, ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেভলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স’৷ বেঙ্গালুরুতে বিরোধী রাজনৈতিক দলগুলির বৈঠকে আজ এই সিদ্ধান্ত হয়েছে৷ আর এই সিদ্ধান্তের পরেই ইঙ্গিতপূর্ণ ট্যুইট করেছেন ডেরেক’ও ব্রায়েন৷ তিনি ট্যুইটারে লিখেছেন, ‘চক দে ইন্ডিয়া৷’
advertisement

মঙ্গলবার বেঙ্গালুুরুতে বৈঠকে বসেছে বিরোধীদলগুলি৷ আর উল্লেখযোগ্য ভাবে এই দিনেই পাশাপাশি সহযোগী দলগুলিকে নিয়ে বৈঠকে বসেছে বিজেপিও৷ উল্লেখ্য, এই বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গতকাল, মানে সোমবার বিকেলেই বেঙ্গালুরুতে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে তিনি দেখা করেছিলেন বিরোধী দলের নেতাদের সঙ্গে৷ নৈশভোজেরও আয়োজন করা হয়েছিল৷

advertisement

সেখানেই বলা হয়েছিল, মঙ্গলবারের বৈঠকে প্রথমেই জোটের নাম ঠিক করা হতে পারে৷ সেই মতোই বৈঠকের শুরুতেই এল এই নাম৷ এই নামের সংক্ষিপ্তসার হচ্ছে, ‘I N D I A’৷ অর্থাৎ সম্পূর্ণ নাম হচ্ছে ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স’৷ এর আগে এনডিএর বিরোধী জোটের নাম ছিল ইউপিএ৷ সেই নামটি পরিবর্তন করা হবে হয়ত৷

advertisement

আরও পড়ুন, প্রয়াত হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী! বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ

আরও পড়ুন, একুশে জুলাই বৃষ্টিতে ভাসতে পারে শহর ! যা জানাল আবহাওয়া অফিস

সেরা ভিডিও

আরও দেখুন
১,২ নয়, গুণে গুণে ২২! এতগুলি বিড়ালের সঙ্গেই সংসার, রোজ কত খরচ হয় জানেন?
আরও দেখুন

পাশাপাশি, এই বৈঠকে আলোচনা হতে পারে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে৷ মানে কোন-কোন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করা হবে, তা নিয়েও আলোচনা চলবে৷ মণিপুর থেকে মূল্যবৃদ্ধি, সংসদের আগামী বাদল অধিবেশনে এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে যৌথভাবে চেপে ধরতে পারে সব বিরোধী দলও৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Opposition Meeting in Bengaluru: জোটের নাম ‘I N D I A ’, মোদির বিরুদ্ধে লড়াইয়ে এককাট্টা বিরোধী দলগুলি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল