মঙ্গলবার বেঙ্গালুুরুতে বৈঠকে বসেছে বিরোধীদলগুলি৷ আর উল্লেখযোগ্য ভাবে এই দিনেই পাশাপাশি সহযোগী দলগুলিকে নিয়ে বৈঠকে বসেছে বিজেপিও৷ উল্লেখ্য, এই বৈঠকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ গতকাল, মানে সোমবার বিকেলেই বেঙ্গালুরুতে হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানে তিনি দেখা করেছিলেন বিরোধী দলের নেতাদের সঙ্গে৷ নৈশভোজেরও আয়োজন করা হয়েছিল৷
advertisement
সেখানেই বলা হয়েছিল, মঙ্গলবারের বৈঠকে প্রথমেই জোটের নাম ঠিক করা হতে পারে৷ সেই মতোই বৈঠকের শুরুতেই এল এই নাম৷ এই নামের সংক্ষিপ্তসার হচ্ছে, ‘I N D I A’৷ অর্থাৎ সম্পূর্ণ নাম হচ্ছে ‘ইন্ডিয়ান ন্যাশনাল ডেমোক্রেটিক ইনক্লুসিভ অ্যালায়েন্স’৷ এর আগে এনডিএর বিরোধী জোটের নাম ছিল ইউপিএ৷ সেই নামটি পরিবর্তন করা হবে হয়ত৷
আরও পড়ুন, প্রয়াত হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী! বেঙ্গালুরুতে শেষ নিঃশ্বাস ত্যাগ
আরও পড়ুন, একুশে জুলাই বৃষ্টিতে ভাসতে পারে শহর ! যা জানাল আবহাওয়া অফিস
পাশাপাশি, এই বৈঠকে আলোচনা হতে পারে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে৷ মানে কোন-কোন ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ করা হবে, তা নিয়েও আলোচনা চলবে৷ মণিপুর থেকে মূল্যবৃদ্ধি, সংসদের আগামী বাদল অধিবেশনে এই নিয়ে কেন্দ্রীয় সরকারকে যৌথভাবে চেপে ধরতে পারে সব বিরোধী দলও৷
