রাজ্যসভায় এ দিন প্রধানমন্ত্রীর ভাষণের শুরুর দিকে পরিস্থিতি শান্তই ছিল৷ ক্রমে তা উত্তপ্ত হয়ে ওঠে৷ সেখানেই কেন্দ্রীয় সরকারের একাধিক সাফল্যের কথা তুলে ধরতে শুরু করেন তিনি৷ তার পরেই বিরোধীদের আক্রমণ করেন৷ তিনি কংগ্রেসকে আক্রমণ করে বলেন, ‘‘ওঁরা বলতেন, গরিবি হঠাও, কিন্তু চার দশক ধরে তাঁরা কিছুই করেননি৷ কিন্তু আমরা সাধারণ মানুষের আশা পূরণ করতে সক্ষম হয়েছিল৷ দেশের মানুষের আশা পূর্ণ হয়েছে৷’’
advertisement
আরও পড়ুন: রাতভর তল্লাশি, বান্ডিল-বান্ডিল ভর্তি টাকা! বালিগঞ্জে আর যা পেল ইডি, বিরাট চমক
আরও পড়ুন: টাকা নয়ছয়ের অভিযোগ, এবার রাজ্যে আসছে ক্যাগ অডিটের বিশেষ দল
তার মধ্যেই শুরু হয় স্লোগান৷ বিরোধীরা স্লোগান দিতে থাকেন, ‘‘মোদি-আদানি ভাই-ভাই’৷ তার মধ্যেই মোদি পাল্টা জবাব দিতে থাকেন বিরোধীদের৷ মোদি বলেন, ‘আপনারা যত কাদা ছুড়বেন, ততই আরও বেশি করে পদ্মফুল ফুটবে৷’ পাশাপাশি বিরোধী সাংসদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এই সংসদে কী বলা হচ্ছে, গোটা দেশ তা মন দিয়ে শোনে৷ কিছু সাংসদরা এখানে অদ্ভুত ব্যবহার করছেন৷ সেটা খুবই দুর্ভাগ্যজনক৷’
রাহুল গান্ধি-সহ বিরোধীরা ক্রমাগত কেন্দ্রীয় সরকারকে ও প্রধানমন্ত্রীকে আদানি ইস্যুতে আক্রমণ করে চলেছে৷ অধিবেশের বিভিন্ন সময়ে নাম করে ও নাম না করেও বিরোধীরা আদানি ইস্যু তোলার চেষ্টা করেছে৷ কিন্তু তাতে আমল দেয়নি সরকার৷ আজ বৃহস্পতিবার সেই নিয়েই ফের আক্রমণ শানিয়েছে বিরোধীরা৷