TRENDING:

Amit Shah on Operation Mahadev: '২২ জুলাই জানতে পারি তিন জ*ঙ্গি ওখানে আছে...'! হাসিম মুসাদের খোঁজ কী ভাবে মিলল, সংসদে জানালেন শাহ

Last Updated:

Operation Mahadev: পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত তিন জঙ্গিকে নিকেশ করেছে ভারতের সেনা, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ। কী ভাবে সেই অপারেশন সফল করা হয়, সেই নিয়ে বিস্তারিত বলে গেলেন অমিত শাহ, পাশাপাশি বিরোধীদেরও আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত তিন জঙ্গিকে নিকেশ করেছে ভারতের সেনা, সিআরপিএফ এবং জম্মু কাশ্মীর পুলিশ। কী ভাবে সেই অপারেশন সফল করা হয়, সেই নিয়ে বিস্তারিত বলে গেলেন অমিত শাহ, পাশাপাশি বিরোধীদেরও আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
advertisement

তিনি সংসদে বলেন, “পহেলগাঁও হামলার রাত থেকেই আমরা বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছিলাম, এই জঙ্গিদের দেশ থেকে বেরোতে দেওয়া যাবে না। ২২ মে আইবির কাছে দাচিগ্রামে এই জঙ্গিদের খোঁজ মেলে। তারপর থেকে টানা সার্ভিলেন্স চলছিল”। তিনি জানান, ২২ জুলাই তথ‍্য নিশ্চিত হয়, জঙ্গিরা সেখানেই আছে। তারপর চার প‍্যারা অপারেশন লিড করে। এবং কাল অবশেষে এই তিন জঙ্গি— সুলেইমান, আফগান, জিবরানকে নিকেশ করে”।

advertisement

আরও পড়ুন: থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধে বিপদে পড়েছেন ভারতীয় পর্যটকরা, জানেন ভারতের ১ টাকা মানে থাইল্যান্ডের কত?

সেই সঙ্গে কী ভাবে ওই জঙ্গিদের অবস্থান নিশ্চিত করা গেল, সেই নিয়েও সংসদে জানিয়েছেন অমিত শাহ। তিনি বলেন, “আমাদের এনআইএ ওদের সহযোগীদের আটক করে রেখেছিল। কাল সেই সহযোগীদের দিয়ে নিশ্চিত করা হয় এই জঙ্গিদের”।

advertisement

পাশাপাশি, এই জঙ্গিরাই যে সেদিন হামলা করেছিল, সেই নিয়েও জানান অমিত শাহ। বাইসরন ঘাঁটিতে যে খালি গুলির খোল পাওয়া গিয়েছিল, সেই গুলির সঙ্গে এই জঙ্গিদের থেকে উদ্ধার বন্দুকের গুলির সঙ্গে মিলিয়ে দেখা গিয়েছে। এই জঙ্গিদের থেকে উদ্ধার বন্দুক দিয়েই পহেলগামে নিরীহ মানুষদের হত‍্যা করেছিল, তা থেকেই নিশ্চিত করা হয়।

advertisement

আরও পড়ুন: ওয়েব সিরিজ দেখার দিন শেষ! ২৫টি অ্যাপ বন্ধ করে দিল কেন্দ্র, কোন কোন অ্যাপ জানেন? মাথায় হাত গ্রাহকদের

সেরা ভিডিও

আরও দেখুন
রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিকেতনে রয়েছে কবিগুরুর ছাপাখানা, ঐতিহ্য-ইতিহাস
আরও দেখুন

তবে এই জঙ্গিরা যে পাকিস্তানেরই সেই প্রসঙ্গে শাহ বলেন, “এই তিন জঙ্গির মধ‍্যে দুজনের পাকিস্তানের ভোটার লিস্টে নাম রয়েছে। ভোটার লিস্টের নম্বর রয়েছে আমাদের কাছে। ওদের কাছে চকোলেট মিলেছে, সেই চকোলেট পাকিস্তানে তৈরি”।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah on Operation Mahadev: '২২ জুলাই জানতে পারি তিন জ*ঙ্গি ওখানে আছে...'! হাসিম মুসাদের খোঁজ কী ভাবে মিলল, সংসদে জানালেন শাহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল