এই স্থায়ী কমিটির চেয়ারম্যান বিজেপির রাজ্যসভার সাংসদ বিনয় সহস্রবুদ্ধে। স্থায়ী কমিটিতে মহিলা সদস্যের সংখ্যা বৃদ্ধি করার আবেদন জানিয়ে স্থায়ী কমিটির চেয়ারম্যান বিনয় সহস্রবুদ্ধেকে চিঠি লিখেছেন তিনি।
চিঠিতে সুস্মিতা (Susmita Deb) উল্লেখ করেছেন, "রাজ্যসভায় মহিলা সদস্যের সংখ্যা ২৯ জন এবং লোকসভায় ৮১ জন। আমি নিশ্চিত আমার সম্মানীয় সমস্ত মহিলা সহকর্মীই এই বিষয়টি নিয়ে আলোচনায় অংশ নিতে সক্ষম।" সুস্মিতা দেব (Susmita Deb) বলেছেন, "অবাক হয়েছি। নারী ও শিশু কল্যাণ মন্ত্রক সম্পর্কিত যে কমিটি, যেখানে মহিলাদের বিয়ের বয়স বৃদ্ধির বিলটি খতিয়ে দেখা হবে সেখানে আমিই একমাত্র মহিলা সদস্য। লিঙ্গ বৈষম্য রয়েছে। আমি মনে করি এখানে মহিলাদের নেতাদের মতামত খুব গুরুত্বপূর্ণ।"
advertisement
আরও পড়ুন - Lifestyle Tips: একঘেয়ে স্ন্যাকসে বিরক্ত, নিরামিষ ও স্বাস্থ্যকর গুজরাতি স্ন্যাকসে মাতুন এবার
একজন মাত্র মহিলা সদস্য রাখার সমালোচনা করে রাজ্যসভার চেয়াম্যান বেঙ্কাইয়া নাইডুকে চিঠি দিয়েছেন শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। আরও মহিলা সদস্যকে যাতে বিলটি নিয়ে কমিটিতে মতামত জাননোর সুযোগ দেওয়া হয়, তার আবেদন জানিয়েছেন তিনি।
আরও পড়ুন - Food: খাবারেই বিষ! রোজ গপগপ করে এই খাবার খেয়ে ডেকে আনছেন মৃত্যু
শিবসেনা সাংসদ বলেন, "মোট ৩১ জন সদস্যের মধ্যে মাত্র একজন মহিলা সদস্য। অর্থাৎ মহিলাদের বিয়ে সম্পর্কিত বিলটি নিয়ে পর্যালোচনায় পর্যাপ্ত পরিমাণে পুরুষ সদস্য রাখা হয়েছে। এটি সংশোধন করা দরকার।"প্রসঙ্গত উল্লেখ্য, সংসদের সদ্যসমাপ্ত শীতকালীন অধিবেশনে বাল্য বিবাহ আইন সংশোধনী বিল এনেছে নরেন্দ্র মোদি সরকার। বিলটি পাঠানো হয়েছে সংসদীয় স্থায়ী কমিটিতে। শিক্ষা, মহিলা, শিশু, ক্রীড়া ও যুবকল্যাণ বিষয়ক স্থায়ী কমিটি বিলটি খতিয়ে দেখে সুপারিশ করবে। কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করার কথা সরকারের। মহিলাদের বিয়ের বয়স ১৮ বছর থেকে বাড়িয়ে ২১ বছর করার বিধি রয়েছে বাল্য বিবাহ সংশোধনী বিলে।
RAJIB CHAKRABORTY