পেঁয়াজের পাইকারি দামেও বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সোমবারই মহারাষ্ট্রের লাসলগাঁও এগ্রিকালচারাল প্রোডাক মার্কেট কমিটিতে (এপিএমসি) পেঁয়াজের গড় পাইকারি দাম ৪০% বেড়েছে। কিন্তু কেন বাড়ছে পেঁয়াজের দাম?
দেশের সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং মহারাষ্ট্রের ডিন্ডোরির (নাসিক গ্রামীণ) সাংসদ ডঃ ভারতী পাওয়ার গত রবিবার নিজেই বলেছিলেন যে পেঁয়াজের উপর থেকে রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।
advertisement
তিনি আরও জানিয়েছেন, কেন্দ্র সরকারে পক্ষ থেকে পেঁয়াজ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ৩ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ রপ্তানি করা হবে। দেশে বাড়তে থাকা পেঁয়াজের দামে রাশ টানতে সরকার রপ্তানি বন্ধ করে দিয়েছিল। তবে ফের রপ্তানি চালু করা হয়েছে। জানা গিয়েছে, ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত রপ্তানি বন্ধ রাখার কথা ছিল। তবে সময়সীমা শেষ হওয়ার আগেই এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি বিজ্ঞপ্তি আসেনি।
দেশের সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, একজন APMC আধিকারিক জানিয়েছেন যে দেশের বৃহত্তম পাইকারি পেঁয়াজের বাজার লাসলগাঁওয়ে গড় দামের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে। লাসলগাঁওয়ে পেঁয়াজের গড় দাম শনিবার প্রতি কুইন্টাল ১২৮০ টাকা থেকে বেড়ে সোমবার ১৮০০ টাকা হয়েছে। এদিন প্রায় ১০,০০০ কুইন্টাল পেঁয়াজ নিলাম হয়। সোমবার, পেঁয়াজের সর্বনিম্ন এবং সর্বোচ্চ পাইকারি মূল্য যথাক্রমে ১০০০ টাকা এবং ২১০০ টাকা প্রতি কুইন্টাল রেকর্ড করা হয়েছে।