এর আগে গত সপ্তাহেই পেঁয়াজের দাম বেড়েছিল ১৮ শতাংশ। রাজধানী দিল্লিতে পেঁয়াজের দাম ৭০ টাকা প্রতি কেজি-তে পৌঁছেছে। গত ১৫ দিনে পাইকারি দাম ৫৮ শতাংশ বেড়েছে, যার প্রধান কারণ হল মহারাষ্ট্রে মোট বীজ বপন কমেছে। গত মঙ্গলবার পর্যন্ত সেখানে পেঁয়াজের গড় দাম ছিল প্রতি কেজি ৩৮ টাকা, দুই সপ্তাহ আগে ছিল প্রতি কেজি ২৪ টাকা।
advertisement
আরও পড়ুন: ঠিক রাত বারোটা, এল একটি ফোন, বদলে গেল সব! হঠাৎ কার ‘কথায়’ গ্রেফতার জ্যোতিপ্রিয়?
এর আগে জুলাই ও অগাস্ট মাসে টমেটোর দাম আকাশ ছুঁয়েছিল আর এবার পেঁয়াজের দাম শুনে মাথায় হাত ক্রেতা ও বিক্রেতাদের। হঠাৎ পেঁয়াজের দাম বাড়ার কারণ জানতে চাইলে আমদানিকারক ব্যবসায়ীরা জানায়, সব কিছু রফতানিকারকদের হাতে।
আরও পড়ুন: অকালেই সব শেষ, চিকিৎসা করতে-করতেই ডেঙ্গিতে মৃত্যু SSKM-এর তরুণ চিকিৎসকের!
জানা যাচ্ছে, বাজারে পেঁয়াজের জোগান কমে যাওয়াতেই পেঁয়াজের দাম এতটা বেড়েছে। প্রায় ৪০ শতাংশ কমেছে জোগান। প্রতিদিন প্রায় ৪০০ গাড়ি (প্রতিটি ১০ টন) থেকে প্রায় ২৫০টি গাড়িতে নেমে এসেছে জোগানের পরিমাণ।