TRENDING:

Bihar Hospital: হাসপাতালে কেটে দেওয়া হল সিসিটিভি, দরজায় তালা, মদ্যপ অবস্থায় নার্সের উপর হামলা ডাক্তারের, বিহার পুলিশ যা বলল

Last Updated:

Bihar Hospital: হায় কোথায় নারী নিরাপত্তা, মদ্যপ অবস্থায় হাসপাতালের নার্সের উপরেই অত্যাচার, প্রাণ বাঁচতে মরিয়া নার্সের কাজকে বাহবা বিহার পুলিশের

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সমস্তিপুর: একদিকে আরজি করে মৃত চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার বিচারে পথে নেমে আন্দোলন করছেন চিকিৎসকরা৷ এরইমধ্যে বিহার থেকে সামনে এল শিউরে ওঠার মতো এক ঘটনা৷ একটি বেসরকারি হাসপাতালে একজন নার্সের উপর গণধর্ষণের চেষ্টা করা হয়েছিল৷ বৃহস্পতিবার পুলিশ জানিয়েছে, তিনি একটি ব্লেড দিয়ে একজন হামলাকারীর গোপনাঙ্গ কেটে দেওয়ার পরে সেই চিকিৎসক অকুস্থল থেকে পালায়৷
হাসপাতালেই নার্সের উপর হামলা ডাক্তারদের Photo- Representative
হাসপাতালেই নার্সের উপর হামলা ডাক্তারদের Photo- Representative
advertisement

এটি কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে একজন শিক্ষানবিশ ডাক্তারকে ধর্ষণ ও হত্যার এক মাস পরে বিহারে একটি মহিলার কর্মক্ষেত্রে ঘটল৷

বিহার পুলিশ দাবি করেছে যে গ্যাংরেপের দলে হামলাকারীদের মধ্যে একজন ডাক্তার ছিলেন এবং তিনি সমস্তিপুর জেলার মুসরিঘরারারি থানার সীমানার অধীনে গঙ্গাপুরে আরবিএস হেলথ কেয়ার সেন্টারের অ্যাডমিনিস্ট্রেটর হিসাবেও কাজ করেছিলেন।

advertisement

আরও পড়ুন – Home Colour for Good Couple Relation: শোওয়ার ঘরে এই রঙ ভুলেও না, তাহলেই শান্তি হবে বিঘ্নিত হবে, রঙের প্রভাবেই শান্তি থাকবে

পুলিশ সূত্রে জানা গেছে নার্স হাসপাতালে তাঁর কাজ শেষ করছিলেন৷ এরপর অভিযুক্ত চিকিৎসক ডক্টর সঞ্জয় কুমার এবং তার দুই সহযোগী তাকে রেপ করার চেষ্টা করেছিল, অভিযোগ করা হয়েছে সেই সময় চিকিৎসক ও তার সহযোগীরা মদ্যপ ছিল৷

advertisement

এদিকে নার্স অসম সাহসিকতার পরিচয় দেন, তিনি আক্রমণ থেকে বাঁচতে ব্লেড দিয়ে ডাক্তারের যৌনাঙ্গে আঘাত করেন৷ এরপর হামলাকারীদের খপ্পর থেকে নিজেকে উদ্ধার করেন। হাসপাতালের বাইরে একটি মাঠে দৌড়ে বেড়িয়ে এসে তারপরে পুলিশ স্টেশনে ফোন করেন৷

ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ সঞ্জয় কুমার পান্ডে বলেছেন যে একটি দলকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছিল এবং নার্সকে নিরাপদ হেফাজতে নিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে৷ । ডাঃ কুমার ছাড়াও অন্য দুই অভিযুক্তের নাম অবধেশ কুমার এবং সুনীল কুমার গুপ্ত।

advertisement

‘নার্সের দেখানো সাহস প্রশংসনীয়’

ডিএসপি কুমার উল্লেখ করেছেন যে হামলাকারীরা সিসিটিভি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল এবং নার্সকে যৌন নির্যাতনের চেষ্টা করার আগে হাসপাতালের দরজায় ভেতর থেকে তালা দিয়েছিল। ডিএসপি বলেন, “আক্রান্ত মহিলার দেখানো  সাহস  ও উপস্থিতি বুদ্ধি  প্রশংসনীয়৷”

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চত্বরে প্রাথমিক তদন্তের সময়, পুলিশ নার্সের ব্যবহৃত ব্লেড, রক্তমাখা কাপড়, একটি মদের বোতল এবং তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে। পুলিশ দাবি করেছে যে অভিযুক্ত তিনজন গ্যাংরেপের চেষ্টা করার আগে মদ্যপান করেছিল৷ যেহেতু বিহারে ড্রাই স্টেট অর্থাৎ যেখানে মদ বিক্রি ও মদ খাওয়া অনৈতিক তাই  তাদের বিরুদ্ধে এই  নিষিদ্ধ মদ খাওয়ার আইনের অধীনে অভিযোগ আনা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Hospital: হাসপাতালে কেটে দেওয়া হল সিসিটিভি, দরজায় তালা, মদ্যপ অবস্থায় নার্সের উপর হামলা ডাক্তারের, বিহার পুলিশ যা বলল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল