আরও পড়ুনঃ যদি এক মাস ভাত বা রুটি খাওয়া বন্ধ করে দেন… কী হবে জানেন শরীরে! আদৌ কী লাভ হয়, না ক্ষতি?
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সোশ্যাল মিডিয়াতে লিখেছেন “২১ প্যারা ডুবুরিরা খনির নীচ থেকে একটি মৃতদেহ উদ্ধার করেছে। আমারা ভারাক্রান্তা। আমাদের প্রার্থনা শোকাহত পরিবারের সঙ্গে রয়েছে,”। এমতবস্থায় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, ‘নৌসেনার ডুবুরিদের কাছে এই উদ্ধারকাজের জন্য সাহায্য চাওয়া হয়েছিল। তাঁরা বিশাখাপত্তনম থেকে রওনা দিয়েছেন, খুব শিগগিরই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে যাবেন।’ তিনি আরও জানান, যে এলাকায় এই খনিটি রয়েছে, তা রাজ্য সরকারের এবং বেআইনি ভাবে এখানে খনন চলছিল। এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ রান্নাঘরে উপস্থিত এই সাদা বীজই শরীরের কোণা কোণা থেকে কোলেস্টেরল টেনে বের করবে! হাড়ের ব্যথার শেষ
প্রাথমিক তথ্য অনুযায়ী, এই শ্রমিকরা সেখানে কাজ করছিলেন। তখন হঠাৎ খনিতে জল ভরে যায়। পুলিশ জানিয়েছে, আটকে পড়া ৯ শ্রমিকের মধ্যে একজন নেপালের, এক জন পশ্চিমবঙ্গের এবং বাকিরা অসমের বিভিন্ন অংশের। তাঁদের নাম জানা গিয়েছে যথাক্রমে, গঙ্গা বাহাদুর শ্রেঠ, হুসেন আলি, জাকির হুসেন, সর্পা বর্মন, মুস্তাফা শেখ, খুশি মোহন রাই, সঞ্জিত সরকার, লিজন মগর এবং শরৎ গোয়ারি। সঞ্জিত সম্ভবত বাংলার। তবে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি।