TRENDING:

Dating App Scam: ডেটিং অ্যাপকে হাতিয়ার করে প্রতারণা, রেস্তরাঁর বিলের পরিমাণ ৬১ হাজার, না দিতে পারলে ঘটে মারধরের ঘটনা

Last Updated:

বিল আসার পর, তার পরিমাণ দেখে চক্ষু ছানাবড়া হওয়ার যোগাড়৷ প্রায় ৬১ হাজার টাকার বিল! এখনও পর্যন্ত প্রায় ১২জন এই প্রতারণার শিকার হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: ডেটিং অ্যাপের মাধ্যমে দেখা-সাক্ষাৎ করা নতুন কিছু নয়৷ আজকের প্রযুক্তির দুনিয়ায় এই ধরনের অ্যাপের প্রাসঙ্গিকতা ক্রমশ বাড়ছে৷ তবে এই ধরনের দেখা-সাক্ষাতে প্রতারণার শিকার হওয়া আশঙ্কা রয়েছে৷ এমনই ঘটনা ঘটল মুম্বই শহরে৷
বিল আসার পর, তার পরিমাণ দেখে চক্ষু ছানাবড়া হওয়ার যোগাড়৷ প্রায় ৬১ হাজার টাকার বিল৷ (Photo Credits: X)
বিল আসার পর, তার পরিমাণ দেখে চক্ষু ছানাবড়া হওয়ার যোগাড়৷ প্রায় ৬১ হাজার টাকার বিল৷ (Photo Credits: X)
advertisement

মুম্বইয়ে অন্ধেরির পশ্চিমে অবস্থিত ক্লাবকে কেন্দ্র করে এই প্রতারণার ঘটনা ঘটে৷ বিভিন্ন ধরনের ডেটিং অ্যাপ থেকে কিছু পুরুষকে সেই ক্লাবে আমন্ত্রণ জানানো হয়৷

আরও পড়ুন: আন্তর্জাতিক পুরস্কার পেলেন ভারতীয় ফোটোগ্রাফার, আইফোনের লেন্সেই ঘটল কামাল

তারপর সেখানে মহিলারা কিছু খাবার অর্ডার করে৷ সেই খাবারগুলো মেনু কার্ডেও থাকে না৷ তারপর কিছুক্ষণ ব্যক্তিটির সঙ্গে সময় কাটিয়ে বিল আসার আগে কোনওভাবে চলে যায়৷

advertisement

আরও পড়ুন: স্কুল বাসের ‘রং’ কেন ‘হলুদ’ হয় বলুন তো..? চমকে দেবে ‘আসল’ কারণ, গ্যারান্টি!

বিল আসার পর, তার পরিমাণ দেখে চক্ষু ছানাবড়া হওয়ার যোগাড়৷ প্রায় ৬১ হাজার টাকার বিল! এখনও পর্যন্ত প্রায় ১২জন এই প্রতারণার শিকার হয়েছে৷

এই নিয়ে সাংবাদিক দীপিকা নারায়ণ ভরদ্বাজ সম্প্রতি এই কেলেঙ্কারিগুলিকে প্রথম তুলে ধরেছে৷ তিনি এই পোস্টে বিলের ছবিও শেয়ার করেছেন৷

advertisement

advertisement

তিনি আরও ভয়ঙ্কর অভিযোগ করেছেন৷ কোনও ব্যক্তি যদি বিল দিতে না পারে, তা হলে তাঁকে বাউন্সার দিয়ে মারধরও করা হয়৷

তিনি জানায় এই প্রতারণার ঘটনা মুম্বই পুলিশের নাকের ডগায় দিনের পর দিন ঘটে চলেছে৷ অথচ কোনও রকম পদক্ষেপ নেওয়া হয়নি৷ যা অত্যন্ত আশঙ্কার ব্যাপার৷

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

এই পোস্টটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পর ইন্টারনেট জুড়ে সমালোচনার ঝড় উঠেছে৷ জানা গিয়েছে কেবল মুম্বই নয়, দিল্লি, বেঙ্গালুরু, গুরুগ্রাম, হায়দরাবাদের মতো একই ঘটনা ঘটছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Dating App Scam: ডেটিং অ্যাপকে হাতিয়ার করে প্রতারণা, রেস্তরাঁর বিলের পরিমাণ ৬১ হাজার, না দিতে পারলে ঘটে মারধরের ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল