মুম্বইয়ে অন্ধেরির পশ্চিমে অবস্থিত ক্লাবকে কেন্দ্র করে এই প্রতারণার ঘটনা ঘটে৷ বিভিন্ন ধরনের ডেটিং অ্যাপ থেকে কিছু পুরুষকে সেই ক্লাবে আমন্ত্রণ জানানো হয়৷
আরও পড়ুন: আন্তর্জাতিক পুরস্কার পেলেন ভারতীয় ফোটোগ্রাফার, আইফোনের লেন্সেই ঘটল কামাল
তারপর সেখানে মহিলারা কিছু খাবার অর্ডার করে৷ সেই খাবারগুলো মেনু কার্ডেও থাকে না৷ তারপর কিছুক্ষণ ব্যক্তিটির সঙ্গে সময় কাটিয়ে বিল আসার আগে কোনওভাবে চলে যায়৷
advertisement
আরও পড়ুন: স্কুল বাসের ‘রং’ কেন ‘হলুদ’ হয় বলুন তো..? চমকে দেবে ‘আসল’ কারণ, গ্যারান্টি!
বিল আসার পর, তার পরিমাণ দেখে চক্ষু ছানাবড়া হওয়ার যোগাড়৷ প্রায় ৬১ হাজার টাকার বিল! এখনও পর্যন্ত প্রায় ১২জন এই প্রতারণার শিকার হয়েছে৷
এই নিয়ে সাংবাদিক দীপিকা নারায়ণ ভরদ্বাজ সম্প্রতি এই কেলেঙ্কারিগুলিকে প্রথম তুলে ধরেছে৷ তিনি এই পোস্টে বিলের ছবিও শেয়ার করেছেন৷
তিনি আরও ভয়ঙ্কর অভিযোগ করেছেন৷ কোনও ব্যক্তি যদি বিল দিতে না পারে, তা হলে তাঁকে বাউন্সার দিয়ে মারধরও করা হয়৷
তিনি জানায় এই প্রতারণার ঘটনা মুম্বই পুলিশের নাকের ডগায় দিনের পর দিন ঘটে চলেছে৷ অথচ কোনও রকম পদক্ষেপ নেওয়া হয়নি৷ যা অত্যন্ত আশঙ্কার ব্যাপার৷
এই পোস্টটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পর ইন্টারনেট জুড়ে সমালোচনার ঝড় উঠেছে৷ জানা গিয়েছে কেবল মুম্বই নয়, দিল্লি, বেঙ্গালুরু, গুরুগ্রাম, হায়দরাবাদের মতো একই ঘটনা ঘটছে৷