General Knowledge: স্কুল বাসের 'রং' কেন 'হলুদ' হয় বলুন তো..? চমকে দেবে 'আসল' কারণ, গ্যারান্টি!

Last Updated:
General Knowledge: কেন স্কুল বাস লাল বা নীল হয় না? অথবা সবুজ বা বেগুনি? এত রং থাকতে কেনই বা হলুদ রংকে বেছে নেওয়া হল? এর পিছনে রহস্যটাই বা কী?
1/11
সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ হল সেই জ্ঞান যা প্রতি পদে পদে আমাদের আরও স্মার্ট করে। সে পরীক্ষার খাতায় অন্যদের টেক্কা দিয়ে নজর কাড়তেই হোক, বা ঘরোয়া আড্ডা বা বন্ধু মহলে বিচক্ষণতার পরিচয় দিতেই হোক। এই জ্ঞান আপনার তুরুপের তাস।
সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ হল সেই জ্ঞান যা প্রতি পদে পদে আমাদের আরও স্মার্ট করে। সে পরীক্ষার খাতায় অন্যদের টেক্কা দিয়ে নজর কাড়তেই হোক, বা ঘরোয়া আড্ডা বা বন্ধু মহলে বিচক্ষণতার পরিচয় দিতেই হোক। এই জ্ঞান আপনার তুরুপের তাস।
advertisement
2/11
বিশেষ করে আপনি যদি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনি নিশ্চই জানেন যে ভারতের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিকে প্রশ্ন করা হয়।
বিশেষ করে আপনি যদি কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনি নিশ্চই জানেন যে ভারতের সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিকে প্রশ্ন করা হয়।
advertisement
3/11
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার দৃষ্টিকোণ থেকে সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই যখন ইন্টারভিউ রাউন্ডের কথা আসে, তখন প্রার্থীদের যোগ্যতা যাচাই করার সর্বোত্তম উপায় হল প্রশ্নের উত্তর দেওয়া।
সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার দৃষ্টিকোণ থেকে সাধারণ জ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই যখন ইন্টারভিউ রাউন্ডের কথা আসে, তখন প্রার্থীদের যোগ্যতা যাচাই করার সর্বোত্তম উপায় হল প্রশ্নের উত্তর দেওয়া।
advertisement
4/11
আজ এই প্রতিবেদনে এমনই কিছু প্রশ্নের উত্তর খুঁজবো যা একইসঙ্গে আমাদের অবাক করে আবার যা জানা জরুরিও নিঃসন্দেহে। আসলে আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক কিছুই বহুদিন ধরে আমরা দেখে থাকি কিন্তু তা নিয়ে প্রশ্ন করলে আমরা মাথা চুলকোতে থাকি।
আজ এই প্রতিবেদনে এমনই কিছু প্রশ্নের উত্তর খুঁজবো যা একইসঙ্গে আমাদের অবাক করে আবার যা জানা জরুরিও নিঃসন্দেহে। আসলে আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক কিছুই বহুদিন ধরে আমরা দেখে থাকি কিন্তু তা নিয়ে প্রশ্ন করলে আমরা মাথা চুলকোতে থাকি।
advertisement
5/11
রং নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন থাকে। যেমন কোন রং কীসের প্রতীক। অথবা কোন রং কোথায় কেন ভাল আর কোন রং কোথায় কেন ব্যবহার হয়। আসলে আমাদের জীবনে রঙের অনেক গুরুত্ব রয়েছে। প্রতিটি রঙের পিছনে কোনও না কোনও অর্থ আছে।
রং নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন থাকে। যেমন কোন রং কীসের প্রতীক। অথবা কোন রং কোথায় কেন ভাল আর কোন রং কোথায় কেন ব্যবহার হয়। আসলে আমাদের জীবনে রঙের অনেক গুরুত্ব রয়েছে। প্রতিটি রঙের পিছনে কোনও না কোনও অর্থ আছে।
advertisement
6/11
যেমন আমরা জানি যে শান্তি বোঝাতে সাদা রঙ ব্যবহার করা হয়। কোনও বিপদ বোঝাতে লাল রং ব্যবহার করা হয়। কিন্তু কখনও খেয়াল করেছেন, স্কুলবাস কেন হলুদ রঙের হয়?
যেমন আমরা জানি যে শান্তি বোঝাতে সাদা রঙ ব্যবহার করা হয়। কোনও বিপদ বোঝাতে লাল রং ব্যবহার করা হয়। কিন্তু কখনও খেয়াল করেছেন, স্কুলবাস কেন হলুদ রঙের হয়?
advertisement
7/11
কেন স্কুল বাস লাল বা নীল হয় না? অথবা সবুজ বা বেগুনি? এত রং থাকতে কেনই বা হলুদ রংকে বেছে নেওয়া হল? এর পিছনে রহস্যটাই বা কী?
কেন স্কুল বাস লাল বা নীল হয় না? অথবা সবুজ বা বেগুনি? এত রং থাকতে কেনই বা হলুদ রংকে বেছে নেওয়া হল? এর পিছনে রহস্যটাই বা কী?
advertisement
8/11
স্কুলবাসের রং হলুদ হওয়ার পিছনে কিন্তু আছে বৈজ্ঞানিক কারণ। হলুদ রঙের দৃশ্যমানতা অন্য রঙের তুলনায় বেশি। মূলত দুর্ঘটনা এড়াতেই স্কুলবাসগুলিকে হলুদ রঙের করা হয়। আমরা জানি, লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য বেশি। ৬৫০ ন্যানোমিটার। ফলে সবচেয়ে দূর থেকে লাল রং দেখা যায়। হলুদের তরঙ্গদৈর্ঘ্য ৫৮০ ন্যানোমিটার।
স্কুলবাসের রং হলুদ হওয়ার পিছনে কিন্তু আছে বৈজ্ঞানিক কারণ। হলুদ রঙের দৃশ্যমানতা অন্য রঙের তুলনায় বেশি। মূলত দুর্ঘটনা এড়াতেই স্কুলবাসগুলিকে হলুদ রঙের করা হয়। আমরা জানি, লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য বেশি। ৬৫০ ন্যানোমিটার। ফলে সবচেয়ে দূর থেকে লাল রং দেখা যায়। হলুদের তরঙ্গদৈর্ঘ্য ৫৮০ ন্যানোমিটার।
advertisement
9/11
কিন্তু তার পরেও কেন হলুদ রং ব্যবহার করা হয় স্কুলবাসে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তার পিছনেও একটা কারণ আছে। এর কারণ হল ‘ল্যাটারাল পেরিফেরাল ভিশন’ সংক্ষেপে ‘এলপিভি’। হলুদের ক্ষেত্রে এই ‘এলপিভি’ লালের তুলনায় ১.২৪ গুণ বেশি। যার ফলে লালের তুলনায় এর দৃশ্যমানতা এবং আকর্ষণ ক্ষমতা অনেক বেশি।
কিন্তু তার পরেও কেন হলুদ রং ব্যবহার করা হয় স্কুলবাসে তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। তার পিছনেও একটা কারণ আছে। এর কারণ হল ‘ল্যাটারাল পেরিফেরাল ভিশন’ সংক্ষেপে ‘এলপিভি’। হলুদের ক্ষেত্রে এই ‘এলপিভি’ লালের তুলনায় ১.২৪ গুণ বেশি। যার ফলে লালের তুলনায় এর দৃশ্যমানতা এবং আকর্ষণ ক্ষমতা অনেক বেশি।
advertisement
10/11
ফলে দূর থেকে, বৃষ্টি এবং কুয়াশাতেও এই রং সহজেই চোখে পড়ে। তাই কোনও স্কুলবাস দৃষ্টির সোজাসুজি না থাকলেও হলুদ হওয়ার কারণে সহজেই চোখে পড়বে। আর সে কারণেই স্কুলবাসগুলি হলুদ রঙের হয়।
ফলে দূর থেকে, বৃষ্টি এবং কুয়াশাতেও এই রং সহজেই চোখে পড়ে। তাই কোনও স্কুলবাস দৃষ্টির সোজাসুজি না থাকলেও হলুদ হওয়ার কারণে সহজেই চোখে পড়বে। আর সে কারণেই স্কুলবাসগুলি হলুদ রঙের হয়।
advertisement
11/11
অস্বীকৃতি: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের  পরামর্শ নিন।
অস্বীকৃতি: আমাদের এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্য প্রদানের জন্য। সামাজিক মাধ্যম ও নানা ওয়েবসাইটের পাওয়া তথ্য থেকে এই জ্ঞান নেওয়া হয়েছে। তবে এই সংক্রান্ত আরও তথ্যের জন্য এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের বা আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement