ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্টের কারণে দেশে আবারও করোনার দাপট বেড়েছে। দেশে প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছেন। রাজধানী দিল্লি (Delhi) এবং মহারাষ্ট্রেও (Maharashtra) আবারও গতি পেয়েছে করোনা সংক্রমণ। দিল্লির বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই দেখা গিয়েছে সংক্রমণের কারণ ওমিক্রনের উপ-প্রজাতি। এমন পরিস্থিতিতে ভারতে সেরামের অধিকর্তা আদর পুনাওয়ালা বলেন, ভারতে শীঘ্রই ওমিক্রনের ভ্যাকসিন আসতে চলেছে।
advertisement
সূত্রের খবর অনুযায়ী, ভারতের সেরাম ইনস্টিটিউট নোভাভ্যাক্সের (Novavax) সঙ্গে মিলে ওমিক্রনের বিশেষ ভ্যাকসিন নিয়ে কাজ করছে। সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান পুনাওয়ালা। তিনি জানান, আশা করা হচ্ছে যে ওমিক্রনের বিরুদ্ধে যে ভ্যাকসিন তৈরি হচ্ছে তা এ বছরের শেষ নাগাদ বাজারে চলে আসবে।
আরও পড়ুন : ‘নেতাজির চিতাভস্ম এ বার ভারতের মাটিতে ফিরে আসুক’, আর্জি সুভাষকন্যা অনিতা বসু পাফের
পুনাওয়ালার মতে, সেরাম যে ভ্যাকসিন তৈরি করছে তা, মূলত ওমিক্রনের সাব-ভ্যারিয়েন্ট B5-এর বিরুদ্ধে কার্যকর হবে। তবে এই ভ্যাকসিনটি ওমিক্রনের উপ-প্রজাতিগুলির পাশাপাশি এর প্রধান রূপগুলির বিরুদ্ধেও কাজ করবে।
কথা প্রসঙ্গে আদর পুনাওয়ালা বলেন, এই ভ্যাকসিনটি বুস্টার ডোজ (Booster Dose) হিসাবেও খুব গুরুত্বপূর্ণ। পুনাওয়ালা ভারতে ওমিক্রন ভ্যাকসিনের প্রচার খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। তাঁর মতে, ভারতের মতো জনবহুল দেশে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, ওমিক্রন মোটেও হালকা বিষয় নয়। বরং এটি নিজে একটি গুরুতর ফ্লু হিসাবে নিজেকে উপস্থাপন করে ফেলেছে।
আরও পড়ুন : জম্মু ও কাশ্মীরে নদীতে পড়ল নিরাপত্তা বাহিনীর বাস, মৃত অন্তত ৬ জওয়ান, জখম বহু
জানা গিয়েছে, ব্রিটেন (Britain) ইতিমধ্যেই ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন। আর সেই কারণেই তারা মডার্নার (Moderna) আপডেটেড ভ্যাকসিনকে ইতিমধ্যেই অনুমোদন দিয়ে ফেলেছে।
ওমিক্রনের ক্রমবর্ধমান গতির পরিপ্রেক্ষিতে গত সোমবারই ব্রিটেন এই নতুন ভ্যাকসিন অনুমোদন করেছে। ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা মডার্না ভ্যাকসিন অনুমোদন করেছে। ব্রিটেনই হল প্রথম দেশ যারা ওমিক্রন ভ্যারিয়েন্টর জন্য একটি পৃথক করোনা ভ্যাকসিন অনুমোদন করল। সূত্রের খবর, এই নতুন ভ্যাকসিনটি ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিদের বুস্টার ডোজ হিসাবে দেওয়া হবে সে দেশে।