ওমিক্রন আতঙ্কের মধ্যে অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, সুতি বা কাপড়ের মাস্ক, যেগুলি ধুয়ে পুনরায় ব্যবহার করা যায় সেগুলি ওমিক্রনের থাবা থেকে রক্ষা করতে অপারগ (Omicron in India | Cloth Mask)। ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার অধ্যাপক ট্রিশ গ্রিনহালঘের দাবি, 'এটা হয় খুব ভালো হবে, নয়তো অত্যন্ত খারাপ কিছু হবে। নির্ভর করছে কী ধরনের কাপড় সেই মাস্কে ব্যবহার করা হচ্ছে তার উপর।' বিশেষজ্ঞের দাবি, দ্বিস্তরীয় বা কিংবা তৃস্তরীয় মাস্ক, যেগুলিকে একাধিক কাপড়ের মিশ্রণ রয়েছে সেগুলি ওমিক্রন ঠেকাতে অনেক বেশি কার্যকর। কিন্তু এই মুহূর্তে বাজারে ছেয়ে গিয়েছে পাতলা এক কাপড়ের ফ্যাশন মাস্ক, যা কোনও কাজেই লাগবে না। (Omicron in India | Cloth Mask)
advertisement
আরও পড়ুন: করোনা আক্রান্ত অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল ও মেয়ে! ফোন করলেন যোগী
কানাডায় ইতিমধ্যেই একস্তরের সুতির মাস্ক পরা নিষেধ করা হয়েছে। অন্যদিকে, এন ৯৫ মাস্কের ক্ষেত্রে যদি মুখ ও নাক ভালোভাবে না ঢাকে, তবে ফিল্টারের কোনও মানে থাকছে না। ওমিক্রন যেহেতু মারাত্মক ছোঁয়াচে, ফলে বিশ্বজুড়েই মাস্ক পরা ও করোনাবিধি কঠোর করার কথাই বলছেন বিশেষজ্ঞরা। বিদেশে বহু জায়গায় মাস্ক পরা ফের বাধ্যতামূলক করা হয়েছে। ফলে স্তর বেশি রয়েছে এমন মাস্ক পরাতেই জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: বাড়ছে ওমিক্রন! 'বাঁচতে হলে…’, কোন 'দুই' পথ দেখালেন এইমস প্রধান?
এদিকে রাজ্যেও বাড়ছে ওমিক্রন আতঙ্ক। রাজ্যে দু'জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে ইতিমধ্যেই। কোভিড আক্রান্ত দুই ব্যক্তির জিন পরীক্ষার ফল ওমিক্রন পজিটিভ এসেছে। বুধবার এ কথা জানিয়েছেন রাজ্য স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। তিনি বলেন, 'বুধবার তিন জনের জিন পরীক্ষার ফল এসেছে। এর মধ্যে দু'জন ওমিক্রনে আক্রান্ত। অন্য জন কোভিডের ডেল্টা রূপে আক্রান্ত।' দু'জনেই কলকাতার দুই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।