কুলদ্বীপ বলেন, " আমি ভুল বলছি না, নিজেরাই দলকে শেষ করছে কংগ্রেস, আত্মঘাতী দল হয়ে উঠেছে কংগ্রেস। রাহুল গাান্ধিকে বলব ইগো সরিয়ে রাখুন। গুলাম নবি আজাদকে বিজেপিতে স্বাগত। যদি দল আমায় বলে, তাহলে আমি তাঁকে বিজেপিতে যোগদানে রাজি করাব।" বিগত কয়েক বছরে কংগ্রেস ছেড়েছেন জিতীন প্রসাদ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, প্রিয়াঙ্কা চতুর্বেদী, এস এম কৃষ্ণ, কপিল সিব্বল, অশ্বিনী কুমারের মতো প্রথম সারির নেতারা। একের পর এক নেতার দলত্যাগ নিয়ে উদ্বেগে কংগ্রেসের অন্দরমহল। জাতীয় রাজনীতিতে ধুঁকতে থাকা দলের জন্য এখনও পর্যন্ত কোনও বিশল্যকরণী খুঁজে পায়নি গান্ধি পরিবার। শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। রাহুল গান্ধিকে সভাপতি নির্বাচিত করা সহ দলের বিভিন্ন সাংগঠনিক দিক নিয়ে আলোচনা হবে বৈঠকে। এছাড়াও আরও অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা ওয়ার্কিং কমিটির বৈঠকে।
advertisement
আরও পড়ুন: নিজামে আসছেন একের পর এক ব্যাংকের কর্মীরা, অনুব্রতর 'অজানা' তথ্যের খোঁজে সিবিআই
জি২৩ গোষ্ঠীর নেতারা এই সুযোগ নিয়ে গান্ধি পরিবারের ফের একবার সরব হবেন বলে আশঙ্কা শীর্ষ নেতৃত্বের। এদিকে, গুলাম নবি আজাদের দলত্যাগ নিয়ে আজ সংবাদমাধ্যমে সরব হল প্রয়াত কংগ্রেস নেতা তথা সনিয়া গান্ধির রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেলের কন্যা। দলের জি২৩ গোষ্ঠীর নেতাদের হাতে অস্ত্র তুলে দিয়ে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, দলের কর্মীদের কথা শোনার মতো কেউ আর আর নেই কংগ্রেসে।
আরও পড়ুন: 'আরও অনেকেই মিসিং হবেন...', বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের! পড়ে গেল তোলপাড়
একইসুরে প্রাক্তন কংগ্রেস নেতা অশ্বিনী কুমার বলেন, "তাঁর পদত্যাগ দুর্ভাগ্যজনক। ভারতের গণতন্ত্র এবং কংগ্রেস দলের কাছেই আজ খুব দুঃখের দিন। এছাড়াও, দল পরিবর্তনে সায় দেয়নি এবং সেই কারণেই শীর্ষ নেতারা দলত্যাগ করছেন। তাঁরা অপমানিত বোধ করছেন।"