লোকাল ট্রেন ছেড়ে দেওয়ার পরে চলন্ত ট্রেনে উঠতে যাচ্ছিলেন এক যাত্রী। কিন্তু টাল সামলাতে না পেরে তিনি হঠাৎ করে ট্রেন থেকে পড়ে যান। সেই সময়ে ট্রেনের গতি বেড়ে যাওয়ায় ক্রমশ ট্রেনের লাইনের দিকে চলে যেতে থাকেন যুবক। সেই সময়ে হঠাৎ দেবদূতের মতো তাঁর কাছে আসেন অন্য এক ব্যক্তি। তিনি পড়ে যাওয়া ব্যক্তিকে টেনে নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ছিনিয়ে আনেন।
advertisement
আরও পড়ুন: মর্গেই অন্তরঙ্গ যুগল! ভিডিও ভাইরাল হতেই নিরাপত্তার স্বার্থে বসানো হল সিসিটিভি
পরে জানা যায়, উদ্ধারকারী ব্যক্তি বাস্তবে একজন পুলিশকর্মী। তাঁর উদ্যোগেই প্রাণ বাঁচল একজনের। ঘটনাটির ভিডিও মুম্বই পুলিশ ইনস্টাগ্রামে শেয়ার করেছে।
আরও পড়ুন: পৃথিবীর সবচেয় বড় ফুল… সামনে গেলেই পচা মৃতদেহের গন্ধ বেরোয়, জানেন কী নাম?
নীচে ক্যাপশানে লেখা হয়েছে, ‘বাড়ি যাওয়ার সময়ে পুলিশকর্মী পিসি বালাসো ধাগে দেখতে পান গোরেগাঁও স্টেশনে এক ব্যক্তি চলন্ত ট্রেন থেকে পড়ে যান। দেখা মাত্রই তিনি বিপদ থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করেন এবং প্রাণ বাঁচান’।