World largest flowers: পৃথিবীর সবচেয় বড় ফুল… সামনে গেলেই পচা মৃতদেহের গন্ধ বেরোয়, জানেন কী নাম?

Last Updated:
Rafflesia largest flower: পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম র‍্যাফ্লেশিয়া টুয়ান-মুদাই। ফুলটিতে সাধারণত ৫টি পাঁপড়ি থাকে। গাছে কোনও পাতা, কাণ্ড থাকে না, সরাসরি ফুলটিই ফোঁটে।
1/4
ফুল অনেকেই ভালবাসেন। ফুলের সুগন্ধ এবং সৌন্দর্যে মোহিত হয়ে যান অনেক ব্যক্তিই। কিন্তু জানেন কি পৃথিবীর সবচেয়ে বড় ফুল কি?
ফুল অনেকেই ভালবাসেন। ফুলের সুগন্ধ এবং সৌন্দর্যে মোহিত হয়ে যান অনেক ব্যক্তিই। কিন্তু জানেন কি পৃথিবীর সবচেয়ে বড় ফুল কি?
advertisement
2/4
পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম র‍্যাফ্লেশিয়া টুয়ান-মুদাই। ফুলটিতে সাধারণত ৫টি পাঁপড়ি থাকে। গাছে কোনও পাতা, কাণ্ড থাকে না, সরাসরি ফুলটিই ফোঁটে।
পৃথিবীর সবচেয়ে বড় ফুলের নাম র‍্যাফ্লেশিয়া টুয়ান-মুদাই। ফুলটিতে সাধারণত ৫টি পাঁপড়ি থাকে। গাছে কোনও পাতা, কাণ্ড থাকে না, সরাসরি ফুলটিই ফোঁটে।
advertisement
3/4
কিন্তু জানেন কি ফুলটি কত বড়?  জানা গিয়েছে, ফুলটি ওজনে প্রায় ৭ কিলো পর্যন্ত হয়। আর মাপে? ফুলটি ফুঁটে গেলে তিন ফুটের চেয়েও বেশি হতে পারে।
কিন্তু জানেন কি ফুলটি কত বড়? জানা গিয়েছে, ফুলটি ওজনে প্রায় ৭ কিলো পর্যন্ত হয়। আর মাপে? ফুলটি ফুঁটে গেলে তিন ফুটের চেয়েও বেশি হতে পারে।
advertisement
4/4
কিন্তু ফুলটা দেখতে যতই আকর্ষণীয় হোক না কেন। এর সামনে গেলে অনেকেই বিপদে পড়তে পারেন। কারণ এই ফুল থেকে পচা মৃতদেহের গন্ধ বেরোয়। ফুটে যাওয়ার পরে এই ফুল থাকে মাত্র এক সপ্তাহ। তার পরেই নষ্ট যায়।
কিন্তু ফুলটা দেখতে যতই আকর্ষণীয় হোক না কেন। এর সামনে গেলে অনেকেই বিপদে পড়তে পারেন। কারণ এই ফুল থেকে পচা মৃতদেহের গন্ধ বেরোয়। ফুটে যাওয়ার পরে এই ফুল থাকে মাত্র এক সপ্তাহ। তার পরেই নষ্ট যায়।
advertisement
advertisement
advertisement