পাকিস্তানে অপারেশন ‘সিঁদুর’-এর পরেই এই পোস্টটি করে ভারতীয় সেনাবাহিনী। এই প্রসঙ্গে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রকের পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়, “ভারতীয় সেনা কিছুক্ষণ আগেই ‘অপারেশন সিঁদুর’ সম্পন্ন করেছে। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বেশ কিছু জঙ্গিঘাঁটি যেখান থেকে ভারতে হামলার পরিকল্পনা করা হত তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।”
এই ভিডিও-তে শোনা যাচ্ছে ভয়েস ওভারে কেউ একজন বলছেন, “আমার ভাই এবং বোনেদের কষ্ট কিছুটা হলেও কমল”। ভিডিওটা শেষ হচ্ছে ‘সদা প্রস্তুত, সর্বত্র জয়ী’।
পহেলগাঁও ঘটনার বদলা হিসাবে পাকিস্তানে আঘাত হানে ভারত। আজ, বুধবার এই অভিযান তথা প্রিসিশন স্ট্রাইকের বিষয়ে বিশদ তথ্য প্রকাশ করা হবে বলে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনীর হামলার পরে এক্স হ্যান্ডলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, ‘ভারত মাতা কী জয়!’ ভারতের দূতাবাস জানিয়েছে পাকিস্তানে ভারতের হামলার পরেই ভারতের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল, আমেরিকার উপদেষ্টা এবং রাষ্ট্রসচিব মার্কো রুবিয়োর সঙ্গে এই বিষয়ে কথা বলবে।