TRENDING:

Odisha Train Update: ছবি-Selfie তোলার হিড়িক...! চালু বন্দে ভারত, জগন্নাথ, পুরী স্পেশাল...! ছন্দে কি ফিরল বালাসোরের 'বাহানাগা'?

Last Updated:

Odisha Train Update: আজও ১০ কিমি প্রতি ঘণ্টায় ট্রেন চালানো হচ্ছে বালাসোরে ভয়াবহ দুর্ঘটনা হয়ে যাওয়া লাইনটিতে। আপ লাইনে এখনও একাধিক জায়গায় কাজ বাকি রয়েছে৷ সেই কাজও চলছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বালাসোর : শুক্রবারের দুর্ঘটনার পরে ওড়িশার বালাসোরে পরিষেবা চালু হলেও বাড়ল না রেলের গতি। আজও ১০ কিমি প্রতি ঘণ্টায় ট্রেন চালানো হচ্ছে বালাসোরে ভয়াবহ দুর্ঘটনা হয়ে যাওয়া লাইনটিতে। আপ লাইনে এখনও একাধিক জায়গায় কাজ বাকি রয়েছে৷ সেই কাজও চলছে৷
রেল পরিষেবা আজ কেমন?
রেল পরিষেবা আজ কেমন?
advertisement

এদিনও বন্দেভারত এক্সপ্রেস চলছে অত্যন্ত শ্লথ গতিতে৷ দক্ষিণ পূর্ব রেলের একাধিক ডিভিশন থেকে বহু রেল আধিকারিক ও কর্মীকে নিয়ে আসা হয়েছে। তারা সমস্ত বিষয়টি পর্যবেক্ষণ করছেন৷ এদিন সকাল থেকে বন্দেভারত, জগন্নাথ এক্সপ্রেস, পুরী স্পেশাল, ধৌলি-সহ একাধিক ট্রেন চলছে। যাত্রীদের মধ্যে অবশ্য আগ্রহ রয়েছে এই স্টেশন নিয়ে৷ সেলফি বা মোবাইলে ভিডিও তুলছেন ট্রেন থেকে।

advertisement

আরও পড়ুন: ৪০টি মৃতদেহে আঘাতের কোনও চিহ্নই নেই…! হাড়হিম সত্যি ফাঁস! ঠিক কী ঘটেছিল সেদিন?

প্রসঙ্গত, শুক্রবার ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যায় বালাসোরের বাহানাগা রেল স্টেশনের কাছে। ওড়িশার বালাসোরে করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে গেলে ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। শত শত প্রাণহানি স্বজনহারা মানুষের ছোটাছুটি এই কদিনের মধ্যে ছবিটাই যেন বদলে গিয়েছে অখ্যাত ছোট্ট স্টেশনটির। আজ কিছুটা সুস্থতায় ফিরলেও ট্রেন পরিষেবা ছন্দে ফিরতে সময় লাগবে বলেই জানাচ্ছেন রেল কর্তারা।

advertisement

আরও পড়ুন: বীভৎস…! হাসপাতালে হাসপাতালে হাহাকার! মৃতদেহ চেনার জন্য এবার ‘ছবি’-সহ তালিকা প্রকাশ রেলের, রইল লিঙ্ক

এরইমধ্যে ওড়িশার এই ভয়ঙ্কর রেল দুর্ঘটনায় মৃত ব্যাক্তিদের শনাক্তকরণের জন্য এবার নতুন করে আবেদন জানানো হল ভারতীয় রেলের তরফে। কারণ এখনও একাধিক দেহ শনাক্তকরণ করা যায়নি৷ অন্যদিকে, বিভিন্ন হাসপাতালে একাধিক নিহতের পরিজনরা ছুটে বেড়াচ্ছেন। এই অবস্থায় সমস্ত ছবি লিংক-সহ প্রকাশ করেছে ভারতীয় রেল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

সারাক্ষণ চালু রাখা হয়েছে বি এম সি হেল্পলাইন নম্বর ১৮০০ ৩৪৫ ০০৬১/ ১৯২৯। ভুবনেশ্বরের মিউনিসিপাল কমিশনার -এর অফিসে খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম। যেখানে সারাক্ষণ আধিকারিকরা কাজ করে চলেছেন। তারা গাড়ি দিয়ে সাহায্য করছেন সাধারণ মানুষদের। এই গাড়িগুলি হাসপাতাল বা মর্গে পৌঁছে দিচ্ছে পরিজন ও আত্মীয়স্বজনদের।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Odisha Train Update: ছবি-Selfie তোলার হিড়িক...! চালু বন্দে ভারত, জগন্নাথ, পুরী স্পেশাল...! ছন্দে কি ফিরল বালাসোরের 'বাহানাগা'?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল