ওড়িশার মুখ্যসচিব জানিয়েছেন, বিভিন্ন হাসপাতাল, মর্গ এবং অন্যান্য জেলার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই মৃতদের এই সংখ্যায় উপনীত হয়েছেন বালাসোরের জেলাশাসক৷
আরও পড়ুন: করমণ্ডল এক্সপ্রেস আবার কবে থেকে চলবে, জানাল রেল! ছুটবে সেই লাইন দিয়েই
ট্যুইটারে ওড়িশার মুখ্যসচিব আরও জানান, এখনও পর্যন্ত ২০৫টি মৃতদেহ শনাক্ত করে পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ ৮৩টি দেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি৷
advertisement
গত শুক্রবার করমণ্ডল এক্সপ্রেস এবং যশবন্তপুর এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ার পর একসময় মৃতের সংখ্যা ২৯৫ ছুঁয়েছিল বলে ওড়িশা এবং রেল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়৷ পরে সেই ঘোষণা সংশোধিত করে মৃতের সংখ্যা ২৭৫ বলে জানানো হয়৷ এবার আরও বাড়ল মৃতের সংখ্যা৷ মৃত এবং আহতদের মধ্যে একটা বড় সংখ্যক মানুষই পশ্চিমবঙ্গের বাসিন্দা৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 06, 2023 6:25 PM IST