TRENDING:

Supreme Court: OBC কোটা নিয়ে বড় রায়! বিরাট ধাক্কা শীর্ষ আদালতে, ‘সর্বোচ্চ সীমা ৫০%,’ মনে করিয়ে দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

যদিও শুনানি শেষে তেলঙ্গানা হাইকোর্টের ৯ অক্টোবরের বিরোধিতায় করা সে রাজ্যের সরকারের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

নয়াদিল্লি: OBC সংরক্ষণ বাড়ানো নিয়ে তেলঙ্গানা সরকারের করা আর্জি সরাসরি প্রত্যাখ্যান করে দিল সুপ্রিম কোর্ট৷ জানিয়ে দিল, সংরক্ষণের সর্বোচ্চ মাত্র ৫০ শতাংশ৷ তা পেরনো যাবে না৷ স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে OBC-দের জন্য মোট আসনের ৪৭ শতাংশ সংরক্ষণ করতে চাইছিল তেলঙ্গানা সরকার৷ জানিয়েছিল, এটা তাদের ঘোষিত নীতি৷ কিন্তু, তেমনটা করলে মোট সংরক্ষণ ৬৭ শতাংশ হয়ে যাচ্ছিল৷ এ বিষয়ে তেলঙ্গানা হাইকোর্ট সেই সরকারি নীতির উপরে স্থগিতাদেশ জারি করে৷ যার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তেলঙ্গানা সরকার৷

advertisement

তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভানাথ রেড্ডির সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভী আদালতে সওয়াল করেন, ‘‘স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব সর্বদলীয় ভাবে এই নীতিকে সমর্থন জানিয়েছে৷ তাহলে এটা মানতে অসুবিধা কোথায়? হাইকোর্টের প্রথম কয়েকটা পাতার নিষেধাজ্ঞা ছাড়া এখানে স্থগিতাদেশ দেওয়ার মতো কিছুই নেই৷’’

advertisement

আরও পড়ুন : সেই বুশের সময় থেকে আছেন…চিনের সঙ্গে কোনও সম্পর্কই নেই! চিনা চরবৃত্তির অভিযোগ অস্বীকার ভারতীয়ের

যদিও শুনানি শেষে তেলঙ্গানা হাইকোর্টের ৯ অক্টোবরের বিরোধিতায় করা সে রাজ্যের সরকারের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ৷

advertisement

OBC কোটা বাড়িয়ে দিচ্ছে তেলঙ্গানা সরকার৷ এই সরকারি নীতির বিরোধিতা করে একগুচ্ছ আবেদন জমা পড়েছিল তেলঙ্গানা হাইকোর্টে৷ সেগুলির প্রেক্ষিতে চার সপ্তাহের মধ্যে তেলঙ্গানা সরকারের জবাবদিহি চেয়ে পাঠিয়েছিল আদালত৷

আরও পড়ুন : কর্মরত শিক্ষকদের TET দেওয়ার নির্দেশ, মিলে গেল নবান্নের সবুজ সঙ্কেত! রিভিউ পিটিশনে যাওয়ার সিদ্ধান্ত রাজ্যের

advertisement

হাইকোর্টে আবেদনকারীদের মধ্যে কয়েকজন ২৬ সেপ্টেম্বর, ২০২৫ সালের সরকারি আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছিলেন৷ সেখানে বলা হয়েছিল যে, অনগ্রসর শ্রেণির জন্য ৪২ শতাংশ কোটা স্থানীয় সংস্থাগুলিতে মোট সংরক্ষণ ৬৭ শতাংশে পৌঁছে দিচ্ছে। বিষয়টি আদালতের রায়ে বলা নির্ধারিত ৫০ শতাংশ সংরক্ষণের সীমা লঙ্ঘন করে।

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে হুবহু...! মেদিনীপুরের নতুন আকর্ষণ 'এই' ব্রিজ, দেখেই থমকে দাঁড়াচ্ছেন পথচারীরা
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court: OBC কোটা নিয়ে বড় রায়! বিরাট ধাক্কা শীর্ষ আদালতে, ‘সর্বোচ্চ সীমা ৫০%,’ মনে করিয়ে দিল সুপ্রিম কোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল