নয়াদিল্লি: OBC সংরক্ষণ বাড়ানো নিয়ে তেলঙ্গানা সরকারের করা আর্জি সরাসরি প্রত্যাখ্যান করে দিল সুপ্রিম কোর্ট৷ জানিয়ে দিল, সংরক্ষণের সর্বোচ্চ মাত্র ৫০ শতাংশ৷ তা পেরনো যাবে না৷ স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে OBC-দের জন্য মোট আসনের ৪৭ শতাংশ সংরক্ষণ করতে চাইছিল তেলঙ্গানা সরকার৷ জানিয়েছিল, এটা তাদের ঘোষিত নীতি৷ কিন্তু, তেমনটা করলে মোট সংরক্ষণ ৬৭ শতাংশ হয়ে যাচ্ছিল৷ এ বিষয়ে তেলঙ্গানা হাইকোর্ট সেই সরকারি নীতির উপরে স্থগিতাদেশ জারি করে৷ যার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তেলঙ্গানা সরকার৷
advertisement
তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভানাথ রেড্ডির সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভী আদালতে সওয়াল করেন, ‘‘স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব সর্বদলীয় ভাবে এই নীতিকে সমর্থন জানিয়েছে৷ তাহলে এটা মানতে অসুবিধা কোথায়? হাইকোর্টের প্রথম কয়েকটা পাতার নিষেধাজ্ঞা ছাড়া এখানে স্থগিতাদেশ দেওয়ার মতো কিছুই নেই৷’’
যদিও শুনানি শেষে তেলঙ্গানা হাইকোর্টের ৯ অক্টোবরের বিরোধিতায় করা সে রাজ্যের সরকারের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ৷
OBC কোটা বাড়িয়ে দিচ্ছে তেলঙ্গানা সরকার৷ এই সরকারি নীতির বিরোধিতা করে একগুচ্ছ আবেদন জমা পড়েছিল তেলঙ্গানা হাইকোর্টে৷ সেগুলির প্রেক্ষিতে চার সপ্তাহের মধ্যে তেলঙ্গানা সরকারের জবাবদিহি চেয়ে পাঠিয়েছিল আদালত৷
হাইকোর্টে আবেদনকারীদের মধ্যে কয়েকজন ২৬ সেপ্টেম্বর, ২০২৫ সালের সরকারি আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছিলেন৷ সেখানে বলা হয়েছিল যে, অনগ্রসর শ্রেণির জন্য ৪২ শতাংশ কোটা স্থানীয় সংস্থাগুলিতে মোট সংরক্ষণ ৬৭ শতাংশে পৌঁছে দিচ্ছে। বিষয়টি আদালতের রায়ে বলা নির্ধারিত ৫০ শতাংশ সংরক্ষণের সীমা লঙ্ঘন করে।