TRENDING:

Kerala Nun Death: পঞ্জাবে রহস্য মৃত্যু কেরলের সন্ন্যাসিনীর ! আত্মহত্যা না খুন ? তদন্তে পুলিশ

Last Updated:

Malayali nun ends life in Jalandhar: একটি সুইসাইড নোট অবশ্য মিলেছে, যেখানে নিজের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন সন্ন্যাসিনী ৷ কিন্তু সেই চিঠি বা গোটা ঘটনার পিছনেই অন্য কোনও রহস্য জড়িয়ে আছে বলে মনে করছেন সিস্টার মেরি মার্সির পরিবার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেরথালা: কেরলের এক সন্ন্যাসিনী আত্মঘাতী হলেন পঞ্জাবের জলন্ধরে ৷ তাঁর নাম মেরি মার্সি (৩১) বলে জানা গিয়েছে (Kerala Nun Death) ৷ তিনি কেরলের আর্থাঙ্গালের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ গির্জার কর্তৃপক্ষের তরফে সন্ন্যাসিনীর পরিবারকে তাঁর মৃত্যুর খবর জানিয়ে দেওয়া হয় (Malayali nun ends life in Jalandhar) ৷
Sister Mary Mercy
Sister Mary Mercy
advertisement

জলন্ধর ডায়েওসিসের অন্তর্গত সাদিক আওয়ার লেডি অফ অ্যাসাম্পশন কনভেন্ট (Sadiq Our Lady of Assumption convent under Jalandhar diocese)-এ ছিলেন সিস্টার মেরি মার্সি ৷ তবে এটা আত্মহত্যা না খুনের ঘটনা, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে ৷ কারণ মৃত সন্ন্যাসিনীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যে গত ২৯ নভেম্বরও পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে অনেক কথা বলেছিলেন তিনি ৷ খুব খুশি লাগছিল সিস্টার মেরি মার্সিকে ৷

advertisement

আরও পড়ুন-৫০ হাজার টাকা বিনিয়োগে প্রতি মাসে ১ লাখ টাকা আয় এই ব্যবসায়; সরকারের তরফেও মিলবে ভর্তুকি!

আজ, ২ ডিসেম্বর জন্মদিন ছিল সিস্টারের ৷ নিজের জন্মদিনের সেলিব্রেশন নিয়েও অনেক কিছু জানিয়েছিলেন ৷ কিন্তু রাতারাতি এমন কী হল, যে আত্মহত্যা করতে বাধ্য হলেন সিস্টার মেরি ৷ এখানেই প্রশ্ন তুলেছেন তাঁর পরিবারের সদস্যরা ৷ তাঁর মেয়ে এমন কাজ করতেই পারেন না বলে দৃঢ় বিশ্বাস সন্ন্যাসিনীর বাবার ৷ এর জন্য মেয়ের মৃতদেহের পুনরায় ময়নাতদন্তের দাবি জানানো হয়েছে  সিস্টারের পরিবারের পক্ষ থেকে ৷

advertisement

আরও পড়ুন-২৫ হাজার টাকা বিনিয়োগ করে প্রতি মাসে আয় হবে প্রায় ২ লাখ টাকা; এই ব্যবসা নিয়ে জেনে নিন এক ঝলকে

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

একটি সুইসাইড নোট অবশ্য মিলেছে, যেখানে নিজের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন সন্ন্যাসিনী ৷ কিন্তু সেই চিঠি বা গোটা ঘটনার পিছনেই অন্য কোনও রহস্য জড়িয়ে আছে বলে মনে করছেন সিস্টার মেরি মার্সির পরিবার ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Kerala Nun Death: পঞ্জাবে রহস্য মৃত্যু কেরলের সন্ন্যাসিনীর ! আত্মহত্যা না খুন ? তদন্তে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল