CRPF এবং ITBP-র মতো দু’টি আধা-সেনাবাহিনীর প্রধানের পদে ছিলেন তিনি। ২০২৪ সালের ডিসেম্বরে অবসর গ্রহণ করেছিলেন ১৯৮৮ সালের মণিপুর ক্যাডারের এই IPS অফিসার। এখন তাঁকে অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়গুলি তদারকি করতে হবে।
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সংক্রান্ত সমস্ত দায়িত্ব সামলাবেন তিনি। ডেপুটি এনএসএ হিসেবে সিং দেশের অভ্যন্তরীণ বিষয়গুলির দায়িত্বে থাকবেন, যার মধ্যে জম্মু ও কাশ্মীর, নকশাল ও উত্তর-পূর্ব বিদ্রোহ অন্তর্ভুক্ত থাকবে।
advertisement
সিআরপিএফ প্রধান অনিশ দয়াল সিং ভারতের শীর্ষ নিরাপত্তা পদে গোয়েন্দা সন্ত্রাস দমনে তিন দশকের বেশি সময় ধরে অভিজ্ঞতা রয়েছে। ১৯৮৮ সালের ব্যাচের এই আইপিএস অফিসার দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-তে প্রায় ৩০ বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন একজন দক্ষ অফিসার তিনি।
পরবর্তী সময়ে দুই আধাসেনা বাহিনীরও দায়িত্ব সামলেছেন তিনি। প্রথমে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর প্রধান ছিলেন তিনি। পরবর্তী সময়ে অপর আধাসেনা বাহিনী সিআরপিএফ প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। গত বছরের ডিসেম্বরে অবসর নেন অনিশ দয়াল। এবার সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। সিআরপিএফ প্রধান সময় মাওবাদী দমনে অনীশদয়ালের ভূমিকা ছিল ছিল গুরুত্বপূর্ণ। তাঁর জমানায় মাও অধ্যুষিত এলাকাগুলিতে চারটি নতুন ব্যাটালিয়ন এবং ৩৬টিরও বেশি ফরওয়ার্ড বেস তৈরি হয়েছে।