তবে তিনি যে এই দায়িত্ব নিতে চান না তা স্পষ্ট করে দিয়ে মারাঠা স্ট্রংম্যান জানিয়ে দিলেন, তিনি আর লোকসভা ভোটে লড়বেন না। তাই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়েও তিনি নেই। সোমবার একথা স্পষ্ট করে দিলেন শরদ পওয়ার।
সোমবার পুণে বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য রামদাস তাকাওয়ালের স্মরণসভায় আমন্ত্রিত ছিলেন। ওই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান পওয়ার।
advertisement
২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপি-বিরোধী জোটের সম্ভাবনা এবং জোটের তরফে প্রধানমন্ত্রীর মুখ কে এব্যাপারে একটি প্রশ্নের জবাবে পওয়ার জানিয়ে দেন, বিরোধী জোটের তরফে সকলের কাছে গ্রহণযোগ্য একজন নেতা খুঁজে বার করাই মূল দায়িত্ব। তবে তিনি প্রধানমন্ত্রী পদের দাবিদার নন। কারণ আগামী লোকসভা ভোটে তিনি আর প্রার্থীই হবেন না।অবশ্য বিরোধীরা জোটবদ্ধ হতে পারলে নেতা খোঁজার কাজে খুব বেশি সমস্যা হবে না।
আরও পড়ুন – সুখবর! ভিড় কমাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে চালাবে আরও কয়েকটি স্পেশ্যাল ট্রেন
এনসিপি সুপ্রিমোর কথায়, ‘‘বিরোধীদের একজোট করার চেষ্টা করছি। সেটাই এখন মূল দায়িত্ব। কিন্তু আমি আর আগামী নির্বাচনে লড়ব না। অর্থাৎ আমার প্রধানমন্ত্রীত্বের দাবিদার হওয়ার প্রশ্নও ওঠে না।’’ একইসঙ্গে তিনি জানান, মহারাষ্ট্রে শিবসেনা, কংগ্রেসের সঙ্গে জোট গড়া এবং আসন ভাগাভাগি নিয়ে ইতিমধ্যেই একদফা আলোচনা হয়েছে। পরবর্তী স্তরে
কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে আরও এক দফা আলোচনায় বসা হবে। মহারাষ্ট্রে বিরোধী জোটে কোনও সমস্যা হবে না।