TRENDING:

'প্রধানমন্ত্রী পদের জন্য আমি দৌড়ে নেই', জানিয়ে দিলেন শরদ পাওয়ার

Last Updated:

Sarad Pawar: এনসিপি সুপ্রিমোর কথায়, ‘‘বিরোধীদের একজোট করার চেষ্টা করছি। সেটাই এখন মূল দায়িত্ব। কিন্তু আমি আর আগামী নির্বাচনে লড়ব না। অর্থাৎ আমার প্রধানমন্ত্রীত্বের দাবিদার হওয়ার প্রশ্নও ওঠে না।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুনে : সব বিরোধী দলের কাছে গ্রহণযোগ্য এমন একজন রাজনৈতিক নেতাকে দরকার যিনি জোটের মুখ হয়ে উঠতে পারেন। এটাই এখন বিরোধী শিবিরের নেতাদের মূল দায়িত্ব। মনে করেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ার।
NCP প্রধানের পদ থেকে ইস্তফা প্রত্যাহার শরদ পাওয়ারের
NCP প্রধানের পদ থেকে ইস্তফা প্রত্যাহার শরদ পাওয়ারের
advertisement

তবে তিনি যে এই দায়িত্ব নিতে চান না তা স্পষ্ট করে দিয়ে মারাঠা স্ট্রংম্যান জানিয়ে দিলেন, তিনি আর লোকসভা ভোটে লড়বেন না। তাই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়েও তিনি নেই। সোমবার একথা স্পষ্ট করে দিলেন শরদ পওয়ার।

সোমবার পুণে বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য রামদাস তাকাওয়ালের স্মরণসভায় আমন্ত্রিত ছিলেন। ওই অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান পওয়ার।

advertisement

২০২৪ সালের লোকসভা ভোটে বিজেপি-বিরোধী জোটের সম্ভাবনা এবং জোটের তরফে প্রধানমন্ত্রীর মুখ কে এব্যাপারে একটি প্রশ্নের জবাবে পওয়ার জানিয়ে দেন, বিরোধী জোটের তরফে সকলের কাছে গ্রহণযোগ্য একজন নেতা খুঁজে বার করাই মূল দায়িত্ব। তবে তিনি প্রধানমন্ত্রী পদের দাবিদার নন। কারণ আগামী লোকসভা ভোটে তিনি আর প্রার্থীই হবেন না।অবশ্য বিরোধীরা জোটবদ্ধ হতে পারলে  নেতা খোঁজার কাজে খুব বেশি সমস্যা হবে না।

advertisement

আরও পড়ুন – সুখবর! ভিড় কমাতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে চালাবে আরও কয়েকটি স্পেশ্যাল ট্রেন

এনসিপি সুপ্রিমোর কথায়, ‘‘বিরোধীদের একজোট করার চেষ্টা করছি। সেটাই এখন মূল দায়িত্ব। কিন্তু আমি আর আগামী নির্বাচনে লড়ব না। অর্থাৎ আমার প্রধানমন্ত্রীত্বের দাবিদার হওয়ার প্রশ্নও ওঠে না।’’ একইসঙ্গে তিনি জানান, মহারাষ্ট্রে শিবসেনা, কংগ্রেসের সঙ্গে জোট গড়া এবং আসন ভাগাভাগি নিয়ে ইতিমধ্যেই একদফা আলোচনা হয়েছে। পরবর্তী স্তরে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে আরও এক দফা আলোচনায় বসা হবে। মহারাষ্ট্রে বিরোধী জোটে কোনও সমস্যা হবে না।

বাংলা খবর/ খবর/দেশ/
'প্রধানমন্ত্রী পদের জন্য আমি দৌড়ে নেই', জানিয়ে দিলেন শরদ পাওয়ার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল