২০২৪-এর জুলাই মাসে অসমে পণ্যবাহী ট্রেনের ৫৯৩টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ৩০৫টি রেকে অত্যাবশ্যকীয় সামগ্রী লোড ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ৭২টি রেক, নাগাল্যান্ডে ২৩টি রেক, অরুণাচল প্রদেশে ১১টি রেক, মণিপুরে ২টি রেক এবং মিজোরামে ৯টি রেক আনলোড করা হয়। এছাড়াও, ২০২৪-এর জুলাই মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ১৯১টি পণ্যবাহী রেক ও বিহারে ১৫৫টি পণ্যবাহী রেক আনলোড করা হয়।,
advertisement
আনলোডিঙের কাজ আরও সুবিধাজনক করে তুলতে আধুনিক টার্মিনাল হ্যান্ডলিং সুবিধা এবং আরও গুডস শেড চালু করা হয়েছে, যার ফলে সীমিত সময়ের মধ্যে অন্তর্মুখী রেক আনলোড ও খালি করার জন্য গ্রাহক ও অন্যান্য স্টেকহোল্ডাররা উপকৃত হয়েছেন। সমস্ত পর্যায়ে ক্রমাগত পর্যবেক্ষণের ফলে টার্ন অ্যারাউন্ডের সময় হ্রাস হয়েছে এবং আনলোডিঙের দক্ষতা বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন : কনজাংটিভাইটিস, আঞ্জনিতে চোখ কড়কড় করছে? জবাফুলের মতো লাল? সমানে জল পড়ছে? রইল আরামের ঘরোয়া টোটকা
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই চাল, চিনি, লবণ, খাদ্য উপযোগী তেল, সার, সিমেন্ট, কয়লা, অটোমোবাইল, কনটেইনারের মতো পণ্যসামগ্রী ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করেছে এবং নিজস্ব অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে।
পণ্য লোডিংয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েযথাযথ বৃদ্ধি বজায় রেখেছে। পণ্যসামগ্রী লোডিংয়ের ক্ষেত্রে মাসের পর মাস যথাযথ বৃদ্ধি বজায় রাখার ফলে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বিগত অর্থবর্ষে ১০.২৪ মিলিয়ন টন (এমটি) পণ্যসামগ্রী লোডিং করার কৃতিত্ব অর্জন করেছে।