দুর্ঘটনার মূল কারণ খুঁজে বার করতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। রেলের শীর্ষ আধিকারিকদের একটি দল তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, ওই জায়গায় রেল লাইন ভাঙা রয়েছে একাধিক জায়গায়। ফলে এই দুর্ঘটনার নেপথ্যে নাশকতার কারসাজির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না রেল বোর্ড।
প্রসঙ্গত, বুধবার রাতে সাড়ে ৯টা নাগাদ দিল্লি থেকে কামাখ্যা গামী নর্থ-ইস্ট এক্সপ্রেস বক্সার জেলার রঘুনাথপুর স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার পর বেশ কয়েকটি বগি লাইনচ্যুত হয় এবং একটি বগি সম্পূর্ণ উল্টে যায়। বগিগুলি একে অপরের সঙ্গে সংঘর্ষে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান বক্সার জেলার জেলা স্তরের আধিকারিক ও চিকিৎসকরা।
advertisement
আরও পড়ুন, রাতেই শেষ উদ্ধারকাজ, আটকে নেই কেউ! বার বার বিপর্যয়ে প্রশ্নের মুখে রেলমন্ত্রী
আরও পড়ুন, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ৫ জেলায়
এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ৮০ থেকে ৯০ জন। আহত সকলকে চিকিৎসার জন্য রঘুনাথপুর পিএইচসিতে নিয়ে যাওয়া হয়েছে। এই দুর্ঘটনার খবর পাওয়ার পরেই তদন্ত শুরু করেছে রেল বোর্ড।