TRENDING:

Noida Techie Drowning Case: ‘যেতে পারব না, জলটা খুব ঠান্ডা,’ বরফ জলে নেমে ইঞ্জিনিয়ারকে বাঁচাতে নেমেছিল ডেলিভারি বয়, ‘দাঁড়িয়েছিলেন’ উদ্ধারকারীরা

Last Updated:

ওই ডেলিভারি এজেন্ট দাবি করেছেন, দিন ১৫ আগে এক ট্রাক ড্রাইভারও ওখানে পড়ে গিয়েছিল, তিনি মই আর দড়ি দিয়ে ওঁকে উদ্ধার করেছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়ডা: রাতের বেলা অফিস থেকে ফেরার সময় নির্মীয়মাণ বিল্ডিংয়ের বেসমেন্টের জন্য খোঁড়া জল ভর্তি ২০ উিট গভীর গর্তে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক ইঞ্জিনিয়ারের৷ মাত্র ২৭ বছর বয়সি যুবরাজ মেহতার মৃত্যু ঘিরে নাগরিক সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন৷ প্রশাসনিক তো বটেই রাজনৈতিক দিক থেকেও এই ঘটনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উত্তরপ্রদেশ প্রশাসনের কাছে৷ তার উপরে সামনে এসেছে ঘটনার প্রত্যক্ষদর্শী এক ডেলিভারি এজেন্টের বয়ান৷
News18
News18
advertisement

ওই প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, ইঞ্জিনিয়ারের উদ্ধারকাজে এসেও নানা ঠান্ডা জল, নির্মীয়মান এলাকা, কম দৃশ্যমানতা ইত্যাদি নানা ‘অজুহাতে’ সোক্টর ১৫০ র ওই নির্মীয়মাণ জলভর্তি বেসমেন্টে নামতে চাইছিলেন না৷

মোনিন্দর নামের ওই ডেলিভারি এজেন্ট বলেছেন, ‘‘রাত পৌনে ২টো নাগাদ আমি ঘটনাস্থলে পৌঁছই৷ যখন দেখলাম উদ্ধারকর্মীরা সেরকম কিছু করতে পারছে না, তখন আমি জলে ঝাঁপিয়ে পড়ি৷ ’’

advertisement

আরও পড়ুন: ৯০ মিনিট ধরে মৃত্যুর জন্য অপেক্ষা! নয়ডার ইঞ্জিনিয়ার মৃত্যু কাণ্ডে SIT তদন্তের নির্দেশ, উচ্চপদস্থ কর্তাকে সরালেন যোগী আদিত্যনাথ

মনিন্দর জানান, ‘‘তখন প্রচুর কুয়াশা ছিল৷ একটা গলি মিস করে ফেলেছিল গাড়িটা আর গর্তে পড়ে যায়৷ ছেলেটা তখন ওর বাবাকে ফোন করে৷ ওর বাবা-ই পুলিশকে বিষয়টা জানায়৷ পুলিশ ঠিক সময়েই আসে৷ ২০ মিনিট পরে দমকলের লোকও আসে৷’’

advertisement

কিন্তু, ওই এজেন্টের অভিযোগ দমকল বিভাগ ঠিক মতো পদক্ষেপ করলে ছেলেটিকে বাঁচাতে পারত৷ ঘটনার কথা মনে করে মনিন্দর বলেন, ‘‘ওই সময় ছেলেটি ২০-২৫ ফুট মতো দূরে গাড়ির ছাদে দাঁড়েছিল৷ সমানে বলে যাচ্ছিল, ‘আমি মোবাইল ফোনের টর্চ থেকে আলো দেখাচ্ছি, প্লিজ আমাকে বাঁচান’, কিন্তু কেউ জলে নামেনি ওঁকে বাঁচানোর জন্য৷’’

মনিন্দর বলেন, ‘‘ওঁরা (উদ্ধারকারীরা) বলছিল এটা বেসমেন্ট এবং অনেক লোহার রড রয়েছে, আর জলটাও খুব ঠান্ডা,. ওরা বলছিল জলে নামলে ওদের বিপদ হতে পারে৷’’

advertisement

ওই ডেলিভারি এজেন্ট জানান, এরপরেই তিনি জামাকাপড় খুলে একটা সেফটি জ্যাকেট পরে একটা দড়ি কোমরে বেঁধে জলে নামেন৷ কিন্তু, যুবরাজকে বাঁচানো যায়নি৷

আরও পড়ুন: ফুসফুসে ২০০ এমএল জল, নয়ডার ২৭ বছর বয়সি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ময়নাতদন্ত রিপোর্টে কী উঠে এল?

ওই ডেলিভারি এজেন্ট দাবি করেছেন, দিন ১৫ আগে এক ট্রাক ড্রাইভারও ওখানে পড়ে গিয়েছিল, তিনি মই আর দড়ি দিয়ে ওঁকে উদ্ধার করেছিলেন৷

advertisement

নিজের বাড়ি থেকে মাত্র কয়েক মিনিট দূরে ছিলেন ওই ইঞ্জিনিয়ার৷ অফিস থেকে নিজে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন৷ রাতে ঘন কুয়াশা থাকায় বুঝতে না পেরে প্রথমে রাস্তার ধারের একটি নর্দমার পাঁচিয়ে ধাক্কা মারে তাঁর এসইউভি গাড়ি৷ তারপর তা একটি বিল্ডিংয়ের জন্য খুঁড়ে রাখা ২০ ফুট গভীর জলভর্তি গর্তে পড়ে যায়৷ ওখানে যে ওত গভীর ও বড় গর্ত রয়েছে, সে বিষয়ে কোনও বোর্ড, কোনও রিফ্লেক্টর সেখানে রাখা ছিল না৷

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষক সম্মেলনে যোগ দিয়েছিলেন নেতাজি,মালদহের স্কুলে আজও জীবন্ত স্বাধীনতা আন্দোলনের ইতিহাস
আরও দেখুন

টানা ৯০ মিনিট নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছিল ওই তরুণ৷ সাহায্যের আশায় সেকেন্ড গুনছিল৷ শেষ চেষ্টায় ডুবন্ত গাড়ির ভিতর থেকে ফোনের আলোটা জ্বালিয়েও নিজের লোকেশন জানাতে চেয়েছিল৷ কিন্তু বাঁচতে পারেনি৷ ভোরের আলো ফোটার সাথে সাথে সেই ২০ ফুট গভীর পিট থেকেই উদ্ধার হয় তাঁর নিথর দেহ৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Noida Techie Drowning Case: ‘যেতে পারব না, জলটা খুব ঠান্ডা,’ বরফ জলে নেমে ইঞ্জিনিয়ারকে বাঁচাতে নেমেছিল ডেলিভারি বয়, ‘দাঁড়িয়েছিলেন’ উদ্ধারকারীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল