TRENDING:

Government office harassment: বৃদ্ধকে এক ঘণ্টা অকারণ হয়রানি, সরকারি কর্মীদের উচিত শিক্ষা দিলেন আধিকারিক!

Last Updated:

নয়ডা অথোরিটির সিইও লোকেশ এম আগেই দফতরের কর্মীদের উপরে নজরদারি চালাতে ইতিমধ্যেই গোটা দফতরের ভিতরে এবং বাইরে সিসিটিভি বসিয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়ডা: সরকারি অফিসে কোনও কাজে গিয়ে অকারণ হয়রানি এবং টালবাহানার মুখে পড়ার অভিজ্ঞতা অনেকেরই হয়৷ এমন কি, অনেক সময় প্রবীণদেরও এই ধরনের হয়রানির মুখে পড়তে হয় বলে অভিযোগ৷ সরকারি অফিসে এটাই দস্তুর বলে মুখে এসব মেনে নিতে হয় সাধারণ মানুষকে৷
দফতরের সব কর্মীকে দাঁড় করিয়ে রাখলেন সরকারি কর্তা৷ ছবি- এক্স হ্যান্ডেল থেকে৷
দফতরের সব কর্মীকে দাঁড় করিয়ে রাখলেন সরকারি কর্তা৷ ছবি- এক্স হ্যান্ডেল থেকে৷
advertisement

নয়ডা অথোরিটির রেসিডেন্সিয়াল দফতরে গিয়েও একই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল এক বৃদ্ধকে৷ সরকারি নথি সংক্রান্ত কিছু কাজেই ওই দফতরে গিয়েছিলেন প্রবীণ ওই ব্যক্তি৷ অভিযোগ, হাতে কোনও কাজ না থাকলেও অকারণ ওই বৃদ্ধকে এক ঘণ্টা ঠায় দাঁড় করিয়ে রাখেন দফতরের এক কর্মী৷

আরও পড়ুন: স্ত্রীর সঙ্গে বাড়িতেই প্রেমিক, হাতেনাতে ধরলেন স্বামী! নৃশংস অত্যাচার, নখ উপড়ে খুন যুবক

advertisement

এই ঘটনার কথা জানতে পারেন নয়ডা অথোরিটির সিইও৷ সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধের কাজ দ্রুত মিটিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মীকে নির্দেশ পাঠান তিনি৷ অভিযোগ, খোদ দফতরের শীর্ষ কর্তার নির্দেশের পরেও কাজ হয়নি৷ ওই বৃদ্ধকে অপেক্ষাই করে থাকতে৷ ফের বিষয়টি জানতে পেরে ক্ষুব্ধ সিইও নিজেই ওই দফতরে এসে হাজির হন৷ এর পর দফতরের সব কর্মীকে ২০ মিনিট দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার শাস্তি দেন তিনি৷ এই ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে৷ সেখানে দেখা যাচ্ছে, নয়ডা অথোরিটির রেসিডেন্সিয়াল দফতরের কর্মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছেন৷

advertisement

advertisement

জানা গিয়েছে, নয়ডা অথোরিটির সিইও লোকেশ এম আগেই দফতরের কর্মীদের উপরে নজরদারি চালাতে ইতিমধ্যেই গোটা দফতরের ভিতরে এবং বাইরে সিসিটিভি বসিয়েছেন৷ হাতে কাজ না থাকা সত্ত্বেও যে ওই বৃদ্ধকে কর্মীরা দাঁড় করিয়ে রেখেছেন, সিসিটিভি-র মাধ্যমেই তা দেখতে পান ওই সরকারি কর্তা৷ এর পরেই ব্যবস্থা নেন তিনি৷ ওই সরকারি কর্তার কথায়, ‘সিসিটিভি-তেই আমি দেখতে পাই ওই বৃদ্ধকে অকারণ অপেক্ষা করিয়ে রাখা হয়েছে৷ সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট কর্মীকে ওনার কাজ করে দেওয়ার নির্দেশ দিই আমি৷ তার পরেও কাজ না হওয়ায় দফতরের সব কর্মীকে কুড়ি মিনিট দাঁড়িয়ে কাজ করার নির্দেশ দিই৷’

advertisement

নয়ডার সেক্টর ৬-এর ওই অফিসটিতে দৈনিক প্রায় ১০০০ মানুষ বিভিন্ন ধরনের কাজে আসেন৷ তাঁদের অনেকেই দফতরের কর্মীদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলতেন৷ এই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেকেই যেমন নয়ডা অথোরিটির সিইও-র প্রশংসা করেছেন, পাশাপাশি অভিযুক্ত কর্মীদের বেতন কেটে নেওয়ার দাবিও তুলেছেন কেউ কেউ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Government office harassment: বৃদ্ধকে এক ঘণ্টা অকারণ হয়রানি, সরকারি কর্মীদের উচিত শিক্ষা দিলেন আধিকারিক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল