নোট বাতিল নিয়ে কেন্দ্র করে প্রশ্ন করে তিনি বলেন, ‘ আমরা কালো টাকার বিরুদ্ধে ৷ আমরা সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ৷ দেশবাসীর হয়রানিরও বিরুদ্ধে আমরা ৷ যে টাকা ঘরে সবার ৷ যে টাকা কৃষকের বাড়িতে ছিল ৷ যে টাকা সরকারি কর্মীর বাড়িতে ছিল ৷ সেগুলি কি কালো টাকা? কালো টাকা বলতে আসলে কী? এব্যাপারে পরিস্কার করে বলা হোক ৷ বহু কৃষকরা আজ বেকার হয়ে গেছেন ৷ এই নোট বাতিলের জেরে ৷ আপনারা ক্যাশলেস ইকোনমির কথা বলছেন ৷ যিনি ফুটপাথে খাবার বিক্রি করেন ৷ তিনি কি ক্রেডিট কার্ড ব্যবহার করেন? কৃষকরা কি ক্রেডিট কার্ড ব্যবহার করেন? আপনারা দেশবাসীকে অপরাধী বানিয়েছেন ৷ গোটা দুনিয়ার কাছে বার্তা যাচ্ছে ৷ যে এ দেশ কালোবাজারের দেশ ৷ আমাদের টাকা, অথচ টাকা তুলতে গেলে ৷ ভিক্ষা করার মতো চাইতে হচ্ছে ৷ এমনই পরিস্থিতি চলছে এখন ৷ ’
advertisement
তিনি আরও বলেন, ‘আপনারা ডাক্তার না হয়েই সার্জেন হয়ে গেছেন ৷ সবকিছুতে সার্জিক্যাল স্ট্রাইক করছেন ৷ এটা কী ধরনের সার্জিক্যাল স্ট্রাইক ৷ আপনারা সরকারে আছেন মানে ভারত আপনাদের হয়ে গেছে ৷ এরকম পরিস্থিতি তৈরি করেছেন আপনারা ৷ কালো টাকা বিদেশ থেকে ফেরালেন না কেন?’