গত অক্টোবরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাউন্টার-টেরোরিজম কমিটির বৈঠকের পরপরই, ভারত এই সপ্তাহে নয়াদিল্লিতে 'নো মানি ফর টেরর (NMFT)' থিমযুক্ত সন্ত্রাসবাদের অর্থায়ন প্রতিরোধে তৃতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলনের আয়োজন করতে চলেছে।
বিদেশ মন্ত্রকের প্রেস রিলিজ অনুসারে, 'এই সম্মেলনের আয়োজকরা দেখাতে চাই যে মোদি সরকার আন্তর্জাতিক সন্ত্রাসবাদের পাশাপাশি এই হুমকির বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতির প্রতি গুরুত্ব দিচ্ছে।'
advertisement
আরও পড়ুন- লটারির টিকিট কেটে ভাগ্য পরীক্ষা কুণাল ঘোষের !
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সহযোগিতা এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের দৃঢ় সংকল্পের পাশাপাশি অর্জনের জন্য তার সমর্থন ব্যবস্থার কথা জানাবেন।
এর আগেও এই সম্মেলন ২০১৮ সালে প্যারিসে এবং ২০১৯ সালে মেলবোর্নে অনুষ্ঠিত হয়েছিল। এ বছর এই সম্মেলন দিল্লিতে দু’দিন ব্যাপী হতে চলেছে।
এই সম্মেলনে ৭৫ টি দেশের প্রতিনিধিরা আজ এবং আগামিকাল উপস্থিত থাকবেন।
Reporter: Sourav Tiwari