TRENDING:

ইউক্রেন ফেরত ভারতীয় মেডিক্যাল পড়ুয়াদের জন্য সুখবর: কেন্দ্র

Last Updated:

অন্য দেশে কোর্সের বাকি অংশ সমাপ্ত করলে ইউক্রেনের বিশ্ববিদ্যালয় থেকেই মেডিক্যাল শংসাপত্র পাবেন ভারতীয় পড়ুয়ারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : ইউক্রেন থেকে ফিরে আসা ভারতীয় মেডিকেল পড়ুয়াদের জন্য সুখবর। যুদ্ধের কারণে ভারতে ফিরে আসা পড়ুয়ারা অন্য দেশে কোর্স কমপ্লিট করতে পারবেন। ইউক্রেনের একাডেমিক মোবিলিটি প্রোগ্রামকে ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। বিদেশ মন্ত্রকের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন।
ইউক্রেন ফেরত পড়ুয়া (ফাইল ছবি)
ইউক্রেন ফেরত পড়ুয়া (ফাইল ছবি)
advertisement

অন্য দেশে কোর্সের বাকি অংশ সমাপ্ত করলে ইউক্রেনের বিশ্ববিদ্যালয় থেকেই মেডিকেল শংসাপত্র পাবেন ভারতীয় পড়ুয়ার। একটি বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশন। প্রসঙ্গত উল্লেখ্য ইউক্রেনের একাডেমিক মোবিলিটি প্রোগ্রামে নেই ভারতের কোনও বিশ্ববিদ্যালয়। ফলে ভারতে কোর্স শেষ করার কোনও সুযোগ পাবেন না ভারতীয় পড়ুয়ারা। ইউক্রেন থেকে ফিরে আসা ভারতীয় প্রবাদের কোর্স শেষ করার সুযোগ দেওয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে মতবিরোধ তৈরি হয় রাজ্য গুলির। বিশেষ করে পশ্চিমবঙ্গ জানিয়ে দেয় সে রাজ্যের পড়ুয়াদের রাজ্যের মেডিকেল প্রতিষ্ঠানগুলোতে সুযোগ দিতে চায় সরকার। যদিও তা নিয়ে কোন ছাড়পত্র এখনো পর্যন্ত দেয়নি কেন্দ্র।

advertisement

আরও পড়ুন: পার্থর ২০১ ভুয়ো সংস্থার ডিরেক্টর রিক্সাচালক-দিনমজুর! সব রহস্য ফাঁস করলেন অর্পিতা

ইউক্রেন এবং চিন থেকে ফেরা ভারতীয় পড়ুয়ারা এদেশেই কোর্স শেষ করুন, এ ব্যাপারে বিদেশ মন্ত্রক পদক্ষেপ করার সুপারিশ করে সংসদীয় স্ট্যান্ডিং কমিটি। সংসদীয় কমিটির তরফে বলা হয়েছে, বিদেশ মন্ত্রক যেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে আলোচনা করে কোর্সের মাঝপথে দেশে ফিরে আসা পড়ুয়াদের এদেশে ইন্টার্নশিপ অথবা তাদের কোর্স শেষ করার ব্যবস্থা করে। তবে এ ব্যাপারে আগেই স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্যকে চিঠি দিয়েছিলেন বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরণ। তবে চিঠির জবাবে স্বাস্থ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন এই ব্যবস্থা করা সরকারের পক্ষে অসম্ভব।

advertisement

আরও পড়ুন: 'সঙ্গ দোষে মানুষ ফ্রাস্ট্রেশনে চলে যায়', কার উদ্দেশ্যে বললেন মমতা? তুঙ্গে জল্পনা

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

২০২০ সালে করোনার জন্য চিন থেকে কোর্সের মাঝপথে দেশে ফিরে আসা পড়ুয়াদের নিয়ে ভাবনা চিন্তা করার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। সংসদীয় কমিটির তরফে বলা হয়েছে করোনা অতিমারি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে অথৈ জলে পড়ে গিয়েছেন পড়ুয়ারা। প্রসঙ্গত উল্লেখ্য ইউক্রেন থেকে ফিরে আসা রাজ্যের পড়ুয়াদের রাজ্যেরই মেডিকেল কলেজগুলিতে কোর্স শেষ করা বা ইন্টার্নশিপ শেষ করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ইউক্রেন ফেরত ভারতীয় মেডিক্যাল পড়ুয়াদের জন্য সুখবর: কেন্দ্র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল