পটনা: দশম বারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করলেন নীতীশ কুমর৷ বৃহস্পতিবার পটনার ঐতিহাসিক গান্ধি ময়দানে মোদি-শাহের উপস্থিতিতে শপথ নিলেন নীতীশ৷ তাঁর সাথে নীতীশ মন্ত্রিসভার আরও ১৯ মন্ত্রী শপথ নেন এদিন৷
advertisement
নীতীশ কুমারের পাশাপাশি উপ মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপির সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার৷
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এবং এনডিএ-র শীর্ষ স্থানীয় নেতারা৷ এনডিএ জোট শাসিত বহু রাজ্যের মুখ্যমন্ত্রীরাও এদিন উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে৷
গত বুধবারই বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন নীতীশ৷ তারপরে রাজ্যপালের কাছে নতুন সরকার গড়ার দাবিপত্র জমা দেন৷
এনডিএ, বিজেপি ছাড়াও এনডিএ-র বাকি শরিক দলগুলির প্রত্যেককে তাঁদের প্রাপ্ত আসনের প্রেক্ষিতে মন্ত্রিত্ব দেওয়া হবে বলে জানা গিয়েছে৷
রাষ্ট্রীয় লোক মোর্চা (আরএলএম) ১টি, হিন্দুস্তানি আওয়াম মোর্চা (সেকুলার) অথবা হ্যাম (এস) ১টি এবং চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) ৩টি করে মন্ত্রিত্ব পাচ্ছে৷ বাকি মন্ত্রিত্ব ভাগাভাগি করা হয়েছে বিজে ও জেডি(ইউ)-র মধ্যে৷
আগামী বছর ১৪ জানুয়ারির পরে এই মন্ত্রিসভা দেহ কলেবরে আরও বাড়বে বলে জানা গিয়েছে৷
