TRENDING:

Nitish Kumar: উদ্ধবের পরিণতি থেকে শিক্ষা, মহারাষ্ট্র কাণ্ড দেখেই বিজেপি-তে বিশ্বাসভঙ্গ নীতীশের

Last Updated:

শিবসেনার মতো জেডিইউ-এর অন্দরেও ভাঙন ধরানোর চেষ্টা চলছে, এমন আঁচও পেয়েছিলেন নীতীশ৷ এক্ষেত্রে তাঁর সরাসরি অভিযোগ ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পটনা: মহারাষ্ট্রে শিবসেনার ঘর ভেঙে ক্ষমতা দখল করেছিল বিজেপি৷ আর সেই মহারাষ্ট্র কাণ্ড থেকে শিক্ষা নিয়েই আগেভাগে নিজের গড় বাঁচাতে তৎপর হলেন নীতীশ৷ বলা ভাল, মহারাষ্ট্রে বিজেপি-র কৌশল বিহারে বুমেরাং হয়ে গেল পদ্ম শিবিরের কাছে৷ জেডিইউ সূত্রের খবর এবং রাজনৈতিক পর্যবেক্ষকদের ব্যাখ্যা অন্তত সেরকমই৷
এই ছবি এখন অতীত, মোদি- শাহদের উপরে আস্থা হারিয়েছেন নীতীশ৷
এই ছবি এখন অতীত, মোদি- শাহদের উপরে আস্থা হারিয়েছেন নীতীশ৷
advertisement

মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে সরকারে না থেকেও একনাথ শিন্ডেকে ব্যবহার করে শিবসেনায় চুপিসারে ভাঙন ধরিয়েছিল বিজেপি৷ সূত্রের খবর, উদ্ধবের পরিণতি ভবিষ্যতে তাঁরও হতে পারে, এই আশঙ্কা দানা বেঁধেছিল নীতীশের মনে৷ সেই কারণেই বিজেপি নির্ভরতা কমাতে চাইছিলেন নীতীশ৷ এর পিছনে একাধিক কারণও দেখছে রাজনৈতিক মহল৷

প্রথমত,গত বিধানসভা নির্বাচনে সংখ্যার নিরিখে বিজেপি-র থেকে অনেক পিছিয়ে ছিল নীতীশের জেডিইউ৷ এর জন্য বিজেপি-কেই দায়ী করতে শুরু করেছিলেন জেডিইউ নেতারা৷ কারণ, বিধানসভা নির্বাচনে আলাদা প্রার্থী দিয়ে জেডিইউ-এর ভোট কেটেছিলেন চিরাগ পাসোয়ান৷ এর পিছনে বিজেপি-র মদতই দেখেছিল জেডিইউ শিবির৷ বিধায়ক সংখ্যা কম থাকলেও প্রতিশ্রুিত অনুযায়ী নীতীশকেই মুখ্যমন্ত্রী করে বিজেপি৷ কিন্তু খাতায় কলমে মুখ্যমন্ত্রী হলেও কার্যত বিজেপি-র শর্তেই সরকার চালাতে হচ্ছিল নীতীশকে৷ যা তাঁর একেবারেই পছন্দ ছিল না৷

advertisement

আরও পড়ুন: আজই ইস্তফা দিতে পারেন নীতীশ, বিহারে জোর ধাক্কা খেল বিজেপি!

এখানেই শেষ নয়, শিবসেনার মতো জেডিইউ-এর অন্দরেও ভাঙন ধরানোর চেষ্টা চলছে, এমন আঁচও পেয়েছিলেন নীতীশ৷ এক্ষেত্রে তাঁর সরাসরি অভিযোগ ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে৷ জেডিইউ শিবিরের দাবি, তাদের দলের নেতা আরসিপি সিং-কে ব্যবহার করে বিহার চিরাগ মডেলের দ্বিতীয় সংস্করণ শুরু করতে চাইছিলেন বিজেপি নেতারা৷

advertisement

২০১৯ সালে মোদি সরকার ক্ষমতায় আসার পরেও কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেন নীতীশ৷ কিন্তু কার্যত দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে গত বছর মন্ত্রিসভা সম্প্রসারণের সময় মোদি ক্যাবিনেটে জায়গা পান জেডিইউ-এর আরসিপি সিং৷ এই সিদ্ধান্তে নীতিশের অনুমোদন ছিল না৷

আরসিপি সিং-এর ডানা ছাঁটতে তাঁকে রাজ্যসভার সাংসদ পদে নতুন করে মনোনয়ন দেননি নীতীশ৷ বাধ্য হয়ে কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন তিনি৷ কয়েকদিন আগেই দুর্নীতির অভিযোগে আরসিপি সিং-এর জবাবদিহি তলব করে জেডিইউ৷ এর পরেই জেডিইউ ছাড়েন আরসিপি সিং৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

গত মাস থেকে চার বার বিজেপি শিবিরের আমন্ত্রণ উপেক্ষা করেন নীতীশ কুমার৷ দূরত্ব বাড়াতে থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহদের সঙ্গে৷ বলা ভাল, মহারাষ্ট্রের পর্বের পরই বিজেপি-তে বিশ্বাসভঙ্গ হয় নীতীশের৷ দেরি না করেই তাই পুরনো সঙ্গী লালু প্রসাদের পুত্র তেজস্বীর হাতই ধরলেন তিনি৷

বাংলা খবর/ খবর/দেশ/
Nitish Kumar: উদ্ধবের পরিণতি থেকে শিক্ষা, মহারাষ্ট্র কাণ্ড দেখেই বিজেপি-তে বিশ্বাসভঙ্গ নীতীশের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল