Nitish Kumar to resign: আজই ইস্তফা দিতে পারেন নীতীশ, বিহারে জোর ধাক্কা খেল বিজেপি!

Last Updated:

লালু পুত্র তেজস্বী যাদবকে সঙ্গে নিয়েই রাজ ভবনে যাবেন নীতিশ কুমার৷ সম্ভবত মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দিতে চলেছেন নীতীশ৷

বিহারে বিজেপি
বিহারে বিজেপি
#পটনা: বিহারে বড়সড় ধাক্কা খেতে চলেছে বিজেপি৷ সূত্রের খবর, বিজেিপ-র সঙ্গে জোট ভেঙে ফের একবার পুরনো সঙ্গী আরজেডি-র হাত ধরতে চলেছেন নীতীশ কুমার৷ দলীয় বিধায়কদের সঙ্গে ৈবঠকের পর আজ বিকেলেই রাজ্যপাল ফগু চৌহানের সময় চেয়েছেন নীতীশ কুমার৷ সূত্রের খবর, লালু পুত্র তেজস্বী যাদবকে সঙ্গে নিয়েই রাজ ভবনে যাবেন নীতিশ কুমার৷ সম্ভবত মুখ্যমন্ত্রী হিসেবে ইস্তফা দিতে চলেছেন নীতীশ৷ তার পর আরজেডি-র সমর্থনেই ফের নতুন করে সরকার গঠন করবে তেজস্বী৷ নীতীশের সঙ্গে রাজ ভবনে গিয়ে জেডিইউ-কে সমর্থনের কথা রাজ্যপালকে জানাবেন তেজস্বী৷
একদিকে নীতীশ যখন নিজের দলের বিধায়কদের নিয়ে বৈঠক করেন, তখন তড়িঘড়ি পটনায় রাবড়ি দেবীর বাসভবনে আরজেডি, কংগ্রেস এবং বাম বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন তেজস্বী যাদব৷ বৈঠকে মহাজোটের বিধায়করা তেজস্বীকে নীতীশ সরকারকে সমর্থনের পক্ষেই মত দেন৷ আরজেডি এবং কংগ্রেসের সমর্থন পাওয়া নিশ্চি হওয়ার পর ইস্তফা দেওয়া নিয়ে দু' বার ভাবতে হয়নি নীতীশকে৷ কারণ মহাজোটের বিধায়কদের সমর্থন পেলে সংখ্যাগরিষ্ঠতার থেকে অনেক বেশি সংখ্যক বিধায়ক থাকবে তাঁর হাতে৷
advertisement
আরও পড়ুন: নীতিশ-নীতি আর তেজস্বীর তেজে বিহারে মহাবদল? রাজ্যপালের কাছে সময় চাইলেন দুই 'জোটবদ্ধ' নেতা
advertisement
বিজেপি-র তরফে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি৷ নীতীশ ইস্তফা না দেওয়া পর্যন্ত বিজেপি-র তরফে কোনও পদক্ষেপও করা হবে না৷ ইস্তফা দেবেন না বিজেপি-র কোনও মন্ত্রী৷
গত কয়েক মাস ধরেই নীতীশের সঙ্গে বিজেপি-র দূরত্ব বাড়ছিল৷ নীতীশের অভিযোগ ছিল, তাঁর দল জেডিইউ-তে ভাঙন ধরানোর চেষ্টা করছে বিজেপি৷ ঠিক যেমনটা হয়েছে মহারাষ্ট্রে শিবসেনার ক্ষেত্রে৷ এ ক্ষেত্রে জেডিইউ নেতা আরসিপি সিং-কে কাজে লাগানো হচ্ছিল বলে জেডিইউ শিবিরের অভিযোগ৷
advertisement
২০২০ সালের বিধানসভা নির্বাচনে বিহারে বিজেপি-র থেকে কম আসন পায় জেডিইউ৷ তা সত্ত্বেও প্রতিশ্রুতি মতো নীতীশকে মুখ্যমন্ত্রী করে বিজেপি৷ নীতীশের অবশ্য ক্ষোভ ছিল, চিরাগ পাসোয়ান ব্যবহার করে জেডিইউ-এর ভোট কেটে তাদের কোণঠাসা করেছে বিজেপি৷
বিস্তারিত আসছে...
বাংলা খবর/ খবর/দেশ/
Nitish Kumar to resign: আজই ইস্তফা দিতে পারেন নীতীশ, বিহারে জোর ধাক্কা খেল বিজেপি!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement