আরও পড়ুন-শিকারকে তরলে পরিণত করে ফেলতে পারে এই বিষাক্ত প্রাণী, যত জানবেন শিহরণ জাগবে!
ট্যুইট করে বুধবার গড়করি জানান, ‘‘ আমি করোনা পজিটিভ ৷ করোনার মৃদু উপসর্গ রয়েছে ৷ হোম আইসোলেশনে রয়েছি ৷ অনুরোধ করব সেই সকলকে যারা আমার সংস্পর্শে গত কয়েকদিনে এসেছিলেন, তাঁরা যেন করোনা পরীক্ষা করিয়ে নেন ৷’’
advertisement
গতকালই দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) করোনায় আক্রান্ত হওয়ার খবর জানা যায়। ট্যুইটারে নিজেই সেই খবর দেন কেন্দ্রীয়মন্ত্রী।
আরও পড়ুন-পাসপোর্ট আরও শক্তিশালী, এই ৬০টি দেশে যেতে আগের থেকে ভিসার প্রয়োজন নেই ভারতীয়দের
এদিকে দেশে ক্রমবর্ধমান করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯৪ হাজার। গোটা দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৮৬৮। সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সোমবার থেকেই দেশে চালু হয়েছে বুস্টার ডোজ প্রদান। করোনা যোদ্ধা ও স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া শুরু হয়েছে। ৬০ বছর বা তার বেশি বয়সি নাগরিক, যাঁদের কোমর্বিডিটি রয়েছেন, তারাও দ্বিতীয় টিকা নেওয়ার ৬ মাস বাদে প্রিকশন ডোজ পাবেন।