TRENDING:

Nirmala Sitharaman Exclusive: মূলধন ব্যয় বেড়েছে! ফলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, আশার কথা শোনালেন নির্মলা

Last Updated:

Nirmala Sitharaman Exclusive: নির্মলা জানিয়েছেন তিনি আশাবাদী যে বাজেট ২০২২ এর মূলধন ব্যয় উচ্চ বরাদ্দ হলে তা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার গতিকে সাহায্য করবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ১ ফেব্রুয়ারি বাজেটের ঘোষণা করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman Exclusive)। আর আজ সেই বাজেট নিয়েই নেটওয়ার্ক ১৮-এর এডিটর ইন চিফ রাহুল জোশীকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন তিনি। নির্মলা জানিয়েছেন তিনি আশাবাদী যে বাজেট ২০২২ এর মূলধন ব্যয় উচ্চ বরাদ্দ হলে তা অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার গতিকে সাহায্য করবে। অর্থমন্ত্রী জানিয়েছেন, মূলধন ব্যয় বাড়লে তা অর্থনীতিকে ঘুরে দাঁড় করাবে।
Nirmala Sitharaman Exclusive
Nirmala Sitharaman Exclusive
advertisement

মঙ্গলবার কেন্দ্রীয় সরকার, ২০২২-২৩ এই আর্থিক বর্ষে ৩৫.৪ শতাংশ মূলধন ব্যয় বাড়ানোর কথা ঘোষণা করেছে। এই অর্থবর্ষের জন্য ৭ লক্ষ ৫০ হাজার কোটি টাকা মূলধন ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে এই প্রস্তাবই দিয়েছেন নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman Exclusive)। গত বছরের তুলনায় মূলধন ব্যয়ের পরিমাণ এই বছর অনেকটাই বেশি রাখা হয়েছে।

advertisement

অর্থমন্ত্রী (Nirmala Sitharaman Exclusive) বলছেন, "বৃদ্ধির গতি বজায় থাকুক আমরা এটাই চাইছিলাম। প্রধানমন্ত্রীর মধ্যেও এই নিয়ে কোনও সন্দেহ নেই যে বৃদ্ধি হতেই হবে।" দেশের বৃদ্ধি সম্পর্কে বলতে গিয়ে সীতারমন জানান যে রপ্তানি বাড়ানো হচ্ছে। তাঁর কথায়, "বেসরকারি খাতের বিনিয়োগের জন্য রপ্তানি সম্ভাবনা রয়েছে। নতুন কিছু ক্যাপাসিটি অবশ্যই আসতে চলেছে।"

আরও পড়ুন- ভোট আসবে-যাবে, করোনার সঙ্কটকালে অর্থনীতির শক্তিশালী সহায়তা প্রয়োজন: নির্মলা সীতারমন

advertisement

বিদেশি বিনিয়োগ বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট (FDI) দেশে এখনও বড় ভাবে আসছে। তিনি বলছেন, "FDI-এর সঙ্গে সংস্থাগুলি জোট বাঁধতে পেরে খুশি এবং তারা যথেষ্ট ক্ষমতা বৃদ্ধি করছে। পিএলআই স্কিমগুলিও সেভাবে নির্দেশ করে।"

আরও পড়ুন- ২০২২-এর বাজেট রক্ষণশীল নয়, বরং অনেক বেশি দায়িত্বশীল: নির্মলা সীতারমন

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

উত্তরপ্রদেশ সহ পাঁচ রাজ্যে নির্বাচনের ঠিক আগেই বাজেট ঘোষণা হয়েছে। মন্ত্রী বলছেন, "কেন্দ্রীয় বাজেটের প্রস্তুতি নেওয়ার সময়ে আমাদের মাথায় রাজ্যগুলির বিধানসভা নির্বাচনের কথা মাথায় ছিল না।" তিনি আরও জানাচ্ছেন যে, এখন যেমন সব চলছে, তেমনই যদি চলে কেন্দ্রের নিয়ম অনুযায়ী তাহলে ৮ শতাংশ বৃদ্ধি হবেই।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Nirmala Sitharaman Exclusive: মূলধন ব্যয় বেড়েছে! ফলে অর্থনীতি ঘুরে দাঁড়াবে, আশার কথা শোনালেন নির্মলা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল