বিগত কয়েক বছরে কী ভাবে কৃষকরা উপকৃত হয়েছেন তাও বলেন নির্মলা। কৃষকদের জন্য ৭৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানান নির্মলা। এই পরিমাণ অর্থ বরাদ্দ করায় ৪৩.৩৬ লক্ষ গমকৃষক উপকৃত হবেন। কী ভাবে ক্রমবর্ধমান ভাবে গম কৃষকদের জন্য বরাদ্দ অর্থের পরিমাণ বেড়েছে তাও তিনি তুলে ধরেন।
একই ভাবে ধান ও তুলাচাষীরাও উপকৃত হবেন তাও জানান তিনি। জানান দ্বিগুণ হয়েছে ধানের নূন্যতম সহায়ক। নূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধি পাওয়ায় এবছর ১.৫ কোটি কৃষক উপকৃত হবেন বলে জানান অর্থমন্ত্রী। ১০০০ মান্ডি ই-গভর্ন্যান্সের সঙ্গে যুক্ত করা হবে। ২০১৩-১৪ সালে তুলা চাষীদের জন্য যে অর্থ বরাদ্দ ছিল তার পরিমাণ ছিল ৯০ কোটি টাকা। ২০২০-২১এ সেই পরিমাণ বাড়িয়ে হয়েছে ২৫ হাজার কোটি টাকা। এছাড়া পশুপালকদের জন্য ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2021 12:41 PM IST