একটি বেসরকারি জাতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, ধর্ষকদের মধ্যে একজন, বিনয় জানিয়েছে, যদি তাঁদের ফাঁসি দিলেই দেশের ধর্ষণ বন্ধ হয়, তাহেল সরকার তাই করুক।
ওই খবরে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, বিনয় জানিয়েছে, ‘যদি আমাকে ফাঁসি দিলেই দেশে ধর্ষণ থেমে যায়, তাহলে সরকার ফাঁসি দিক। কিন্তু তা হবে না। আমাদের ফাঁসি দিলেই দেশে ধর্ষণ কমবে না।’ তিহার জেল থেকে এই বিস্ফোরক মন্তব্য করেছে বিনয়।
advertisement
যদি পরিস্থিতি একই থাকে, তাহলে আগামী কাল, মানে ২০ জানুয়ারি ফাঁসি দেওয়া হবে নির্ভয়া ধর্ষকদের। যদিও শেষ চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছে নির্ভয়া ধর্ষকরা। আজই নির্ভয়া ধর্ষক পবনের কিউরিটিভ পিটিশন নিয়ে শুনানি করবে শীর্ষ আদালত। আদালতের ছয় সদস্যের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি চালাবেন।
Location :
First Published :
March 19, 2020 11:13 AM IST