এ যেন তারিখ পে তারিখ। শনিবার ফাঁসি হচ্ছে না। তা হলে কবে হবে? পাতিয়ালা হাউস কোর্টের বিচারক জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফাঁসি নয়।
নির্ভয়ার মায়ের চোখের জল আর বাধ মানছে না। সাত বছর ধরে লড়াই। প্রতিদিন, প্রতি মুহূর্তের লড়াই। এর শেষ কবে? এই তো শনিবারই ফাঁসির কথা ছিল। নির্ভয়ার মা এই দিনটার অপেক্ষায় দিন গুনছিলেন। ঠিক আগের দিনই, আবার আশাদেবীর আশভঙ্গ।
advertisement
দোষীদের আইনজীবী, বৃহস্পতিবার পাতিয়ালা হাউস কোর্টে ফাঁসি স্থগিত রাখার আরজি জানান। যুক্তি দেখান, বিনয় শর্মার প্রাণভিক্ষার আরজি নিয়ে রাষ্ট্রপতি এখনও কোনও সিদ্ধান্ত নেননি। পালটা তিহাড় কর্তৃপক্ষ দাবি করে, বাকি তিনজনকে ফাঁসিতে ঝোলানোই যেতে পারে। বিচাররক অবশ্য তাতে সায় দেননি।
একই অপরাধে একাধিক ব্যক্তির ফাঁসি হলে তাদের একসঙ্গেই ফাঁসি দিতে হয়
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 31, 2020 5:44 PM IST