TRENDING:

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্রাসেলস বিস্ফোরণে আহত বিমানসেবিকা নিধি চাপখেকর !

Last Updated:

মঙ্গলবার ব্রাসেলস বিমানবন্দরে হওয়া বিস্ফোরণের পর পরই বিদেশি এক ইংরেজি দৈনিকে প্রকাশিত হওয়া একটি ছবি এখনও সোশ্যাল মিডিার হাত ধরে সবার ঘরে ঘরে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মঙ্গলবার ব্রাসেলস বিমানবন্দরে হওয়া বিস্ফোরণের পর পরই বিদেশি এক ইংরেজি দৈনিকে প্রকাশিত হওয়া একটি ছবি এখনও সোশ্যাল মিডিার হাত ধরে সবার ঘরে ঘরে ৷ ছবিতে আহত অবস্থায় যে মেয়েটিকে দেখা গিয়েছে, তিনি জেটএয়ারওয়েজের বিমানসেবিকা নিধি চাপখেকর ৷ ইংরেজি দৈনিক ডেইলি মেলের মতে, বিস্ফোরণের সময় ব্রাসেলস বিমানবন্দের উপস্তিত ছিলেন তিনি ৷ ওখান থেকে প্লেন ধরে নিউ ইয়র্ক যাওয়ার কথা ছিল নিধির ৷
advertisement

অন্য একটা ইংরেজি দৈনিকের খবর অনুযায়ী, নিধি দুই সন্তানের মা, ভারতীয় এক মহিলা ৷ প্রায় পাঁচ বছর ধরে জেটএয়ারওয়েজের সঙ্গে যুক্ত তিনি ৷ বিস্ফোরণের পরে জেটএয়ারওয়েজের তরফ থেকে জানানো হয়েছে, নিধি আছেন সুস্থ ৷ তাঁর চিকিৎসা চলছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্রাসেলস বিস্ফোরণে আহত বিমানসেবিকা নিধি চাপখেকর !