আইএস-এর এই নয়া মডিউলের নাম ‘হরকত উল হার্ব এ ইসলাম’। বর্ষবরণের আগেই নাশকতার বড়সড় ছক কষেছিল ও দেশের নানা প্রান্তে হামলার প্ল্যান ছিল জঙ্গিগোষ্ঠীর , জানিয়েছে জাতীয় তদন্ত সংস্থা (NIA)। দিল্লি ও উত্তরপ্রদেশের ১৬টি এলাকায় তল্লাশি চালিয়ে এই ১৬ জনকে আটক করেছে NIA। উত্তরপ্রদেশের আমরোহা থেকে আটক করা হয়েছে এই নয়া মডিউলের নেতা মুফতি সোহেলকেও । আমরোহার একটি মসজিদের কর্মী মুফতি । মুফতি ও সঙ্গীরা প্রত্যেকেই ফিদায়েঁ জঙ্গি প্রশিক্ষণপ্রাপ্ত।
advertisement
আজ এক সাংবাদিক সম্মেলনে NIA এর ইনস্পেকটর জেনারেল অলোক মিত্তল জানিয়েছেন আজ দিল্লির সিলামপুর ও উত্তরপ্রদেশের আমরোহা, মীরাট, হাপুর ও লখনউ-এ তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ বিস্ফোরক, একটি দেশি রকেট লঞ্চার ও প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে তদন্তকারী দল । এছাড়াও উদ্ধার হয়েছে নগদ ৭.৫ লক্ষ টাকা, বেশ কয়েকটি মোবাইল ফোন ও ল্যাপটপ ।
মুফতি সহ ১০ জনকে গ্রেফতার করলেও আরও ৬ জন জঙ্গির খোঁজ চালিয়ে যাচ্ছে NIA ।
মূলতে রিমোট কন্ট্রোলের সাহায্যেই এই বিস্ফোরণের ছক কষেছিল জঙ্গিগোষ্ঠী । বিদেশি এজেন্টের সঙ্গেও যোগসূত্রের প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন আইজি অলোক মিত্তল ।