TRENDING:

Dawood Ibrahim: ফের শিরোনামে দাউদ ইব্রাহিম, ভারতের রাজনীতিক-উদ্যোগপতিদের টার্গেট ডনের: NIA

Last Updated:

দাউদের হিটলিস্টে রয়েছেন দেশের প্রথমসারির রাজনৈতিক নেতা থেকে নামী উদ্যোগপতীরা (Dawood Ibrahim)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফের শিরোনামে ডন দাউদ ইব্রাহিম। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী এনআইএ-র (NIA) দাবি, ইতিমধ্যেই ভারতে ফের নাশকতার ছক কষে ফেলেছে দাউদ (Dawood Ibrahim)। এমনকী তার জন্য বিশেষ বাহিনীও তৈরি করা হয়েছে। দাউদের হিটলিস্টে রয়েছেন দেশের প্রথমসারির রাজনৈতিক নেতা থেকে নামী উদ্যোগপতীরা (Dawood Ibrahim)। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএর হাতে বেশে কিছু সন্দেহজনক তথ্য উঠে আসার ফলেই এমন সম্ভাবনার কথা আরও জোরালো হয়েছে।
Dawood Ibrahim
Dawood Ibrahim
advertisement

১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের মূল চক্রী দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে ভারতে একাধিক মামলা চলছে (Dawood Ibrahim)। তারই মধ্যে ফের এনআইএর এমন চাঞ্চল্যকর দাবি নিয়ে ফের নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন। সম্প্রতি আর্থিক তছরুপের মামলায় দাউদের বিরুদ্ধে তৎপর হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, এ ব্যাপারে দাউদের ভাই ইকবাল কাসকর-সহ বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা। শুক্রবারই ইকবালকে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি। আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ আদালত।

advertisement

আরও পড়ুন: মাসে ১ লক্ষ টাকারও বেশি বেতনে ইন্ডিয়ান এয়ারফোর্সে নিয়োগ, আজই আবেদনের শেষ দিন

এই ঘটনার মাঝেই বেশ কিছু তথ্য এনআইএ-র হাতে এসেছে। তাদের দাবি, দাউদের নির্দেশে একটি বাহিনী তৈরি হয়ে গিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে নাশকতার ছক কষছে তারা। রাজনৈতিক নেতা থেকে ব্যবসায়ীরা রয়েছেন তাদের হিটলিস্টে। পুরো ঘটনা জানতে জোর কদমে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।

advertisement

আরও পড়ুন: অঙ্গনওয়াড়িতে প্রচুর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, দশম শ্রেণি উত্তীর্ণ হলেই আবেদন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পলাতক আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম এবং তার সহযোগীদের বিরুদ্ধে সম্প্রতি রুজু হয় আর্থিক তছরুপের মামলা। সেই মামলার প্রেক্ষিতেই গত ১৫ ফেব্রুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মুম্বই এবং পার্শ্ববর্তী এলাকায় দশটি বিভিন্ন স্থানে অভিযান চালায়। জানা যায়, দাউদের বোন হাসিনা পারকরের বাড়িতেও হানা দিয়েছেন তদন্তকারীরা। হাসিনা মারা গেলেও তার ঘনিষ্ঠ অনেকের সঙ্গেই মারাঠা রাজনীতিকের লেনদেন আছে বলে জানা গিয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Dawood Ibrahim: ফের শিরোনামে দাউদ ইব্রাহিম, ভারতের রাজনীতিক-উদ্যোগপতিদের টার্গেট ডনের: NIA
Open in App
হোম
খবর
ফটো
লোকাল