১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের মূল চক্রী দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে ভারতে একাধিক মামলা চলছে (Dawood Ibrahim)। তারই মধ্যে ফের এনআইএর এমন চাঞ্চল্যকর দাবি নিয়ে ফের নড়েচড়ে বসেছে পুলিশ-প্রশাসন। সম্প্রতি আর্থিক তছরুপের মামলায় দাউদের বিরুদ্ধে তৎপর হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা গিয়েছে, এ ব্যাপারে দাউদের ভাই ইকবাল কাসকর-সহ বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা। শুক্রবারই ইকবালকে নিজেদের হেফাজতে নিয়েছে ইডি। আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর হেফাজতের নির্দেশ দিয়েছে বিশেষ আদালত।
advertisement
আরও পড়ুন: মাসে ১ লক্ষ টাকারও বেশি বেতনে ইন্ডিয়ান এয়ারফোর্সে নিয়োগ, আজই আবেদনের শেষ দিন
এই ঘটনার মাঝেই বেশ কিছু তথ্য এনআইএ-র হাতে এসেছে। তাদের দাবি, দাউদের নির্দেশে একটি বাহিনী তৈরি হয়ে গিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে নাশকতার ছক কষছে তারা। রাজনৈতিক নেতা থেকে ব্যবসায়ীরা রয়েছেন তাদের হিটলিস্টে। পুরো ঘটনা জানতে জোর কদমে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।
আরও পড়ুন: অঙ্গনওয়াড়িতে প্রচুর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, দশম শ্রেণি উত্তীর্ণ হলেই আবেদন
পলাতক আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম এবং তার সহযোগীদের বিরুদ্ধে সম্প্রতি রুজু হয় আর্থিক তছরুপের মামলা। সেই মামলার প্রেক্ষিতেই গত ১৫ ফেব্রুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা মুম্বই এবং পার্শ্ববর্তী এলাকায় দশটি বিভিন্ন স্থানে অভিযান চালায়। জানা যায়, দাউদের বোন হাসিনা পারকরের বাড়িতেও হানা দিয়েছেন তদন্তকারীরা। হাসিনা মারা গেলেও তার ঘনিষ্ঠ অনেকের সঙ্গেই মারাঠা রাজনীতিকের লেনদেন আছে বলে জানা গিয়েছে।