নেটওয়ার্ক 18-এর জনমত সমীক্ষায় দেখা গিয়েছে, তামিলনাড়ুতে ৩৯ আসনের মধ্যে ইন্ডিয়া জোট পেতে পারে ৩০টি আসন, অপরদিকে, এনডিএ জোট পেতে পারে ৫ আসন। অন্যান্যরা পেতে পারে ৪ আসন। এই ৪ আসনের মধ্যে এডিএমকে পেতে পারে ১ আসন, চার আসন অন্যান্যরা।
আরও পড়ুন: নিউজ 18 ওপিনিয়ন পোল: বিহার-মধ্যপ্রদেশে NDA ঝড়, কেরলে খাতা খুলতে চলেছে বিজেপি!
advertisement
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা ভোটে ডিএমকে নেতৃত্বাধীন ন’টি দলের জোটের অন্যতম শরিক ছিল কংগ্রেস। দাক্ষিণাত্যের ওই রাজ্যের ৩৯টি লোকসভা আসনের মধ্যে ৩৮টিতেই জিতেছিল ওই জোট।
আরও পড়ুন: নিউজ এইট্টিনের ওপিনিয়ন পোলে ইঙ্গিত, বিহারে ৪০-এর মধ্যে ৩৮ আসন পেতে পারে এনডিএ
বিজেপির তৎকালীন সহযোগী এডিএমকে জিতেছিল একটি আসনে। বছর কয়েক আগেই বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ছেড়েছে এডিএমকে। দলের একমাত্র সাংসদ আর রবীন্দ্রনাথকে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার করেছেন এডিএমকে প্রধান ইকে পলানীস্বামী।