মেগা ওপিনিয়ন পোলে ১,১৮,৬১৬ জনের উপর সমীক্ষা চালিয়েছে নিউজ 18। উত্তরদাতারা ৯৫ শতাংশ লোকসভা কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন। বিপুল উত্তরদাতার এই সংখ্যাই এটাকে দেশের বৃহত্তম সমীক্ষাগুলির মধ্যে অন্যতম করে তুলেছে।
১৩ মার্চ অর্থাৎ আজ সন্ধ্যা ৬টায় নিউজ18-এর পর্দায় মেগা ওপিনিয়ন পোলের ফলাফল দেখতে পাবেন দর্শকরা। এ থেকে আগামী কয়েক মাসে ভারতীয় রাজনৈতিক ল্যান্ডস্কেপে কী হতে চলেছে, তার আন্দাজ পাওয়া যাবে। লোকসভা ভোটের আগে ভোটারদের চিন্তাভাবনা এবং পছন্দের বিশদ বিশ্লেষণও করা হবে।
advertisement
শুধু তাই নয়, আসন্ন লোকসভা নির্বাচনে সমস্ত প্রধান রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ভোট এবং আসন ভাগাভাগির অনুমান-সহ সমীক্ষার বিশদ ফল দর্শকদের সামনে তুলে ধরা হবে।
এই সমীক্ষার জন্য ১১টি আঞ্চলিক ভাষায় প্রশ্নমালা তৈরি করা হয়েছিল। তারপর র্যান্ডম বাড়িতে গিয়ে ভোটারদের মুখোমুখি সাক্ষাৎকার নেওয়া হয়। নিরপেক্ষ সমীক্ষার জন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রতিটি লোকসভা কেন্দ্র এবং সেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত তিনটি বিধানসভা কেন্দ্র এবং পাঁচটি পোলিং বুথ নির্বাচন করা হয়।
১০টি ভিন্ন ফিল্ডওয়ার্ক এজেন্সির প্রশিক্ষিত কর্মীরা কঠোর মান নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে সমীক্ষা চালিয়েছেন। সমীক্ষা শুরুর আগে নমুনা প্রশ্ন নিয়ে মক সেশনও আয়োজিত হয়। যাতে সমীক্ষায় কোনও ফাঁক না থাকে। পাশাপাশি সমীক্ষার মান অন-দ্য-স্পট পরীক্ষা করে দেখেন সিনিয়র ফিল্ড ম্যানেজার এবং এক্সিকিউটিভরা। ভোটারদের সঙ্গে প্রতিটা সাক্ষাৎকারের সত্যতা যাচাইয়ের জন্য জিও ট্যাগ ব্যবহার করা হয়েছিল।
আরও পড়ুন- ভোটের আগেই জনগণের মতের আন্দাজ! আজ দেখুন ওপিনিয়ন পোল
নিউজ18-এর মেগা ওপিনিয়ন পোলের ফলাফল ১৬টি ভাষায় নিউজ18 ইন্ডিয়া, সিএনএন-নিউজ18, নিউজ18 রিজিওনাল চ্যানেল-সহ ২০টি নিউজ18 নেট ওয়ার্কের চ্যানেলে প্রকাশ করা হবে। ফলাফলগুলি নিউজ 18-এর ১৬টি ওয়েবসাইটেও প্রদর্শিত হবে, যা ল্যান্ডমার্ক সমীক্ষার ভ্যাপক প্রসার এবং অন্তর্ভুক্তিমূলক কভারেজ নিশ্চিত করবে।
নিউজ18 মেগা ওপিনিয়ন পোল পরিচালনা করেছে নিউজ 18-এর পোল হাব। নিরপেক্ষতা এবং স্বচ্ছতার জন্য সমীক্ষার বিশদ প্রতিক্রিয়া এবং পদ্ধতি News18.com-এ দেখা যাবে।