Lok Sabha Election 2024: ভোটের আগেই জনগণের মতের আন্দাজ! আজ দেখুন ওপিনিয়ন পোল

Last Updated:

News18 Mega Opinion Poll : এই মেগাপোলের ভবিষ্যদ্বাণী ঘোষণা করা হবে আজ সন্ধ্যা ৬টায় নিউজ এইট্টিন লোকমত-এ।

মুম্বই: গোটা দেশের নজরে এখন লোকসভা নির্বাচন৷ আর কয়েকদিনের মধ্যেই দিনক্ষণও ঘোষণা করা হবে। তাই বিজেপি, কংগ্রেস-সহ অন্য সব দলই শক্তিশালী ফ্রন্ট গড়ে তুলছে। বিজেপিও ‘মোদি কি গ্যারান্টি’ বলে জোর প্রচার শুরু করেছে। অন্যদিকে ইন্ডিয়া জোটও প্রস্তুতি নিচ্ছে। কিন্তু দেশের মেজাজ কী, ভোটারদের মনে কার দিকে সমর্থন? নেটওয়ার্ক এইট্টিন একটি মেগা ওপিনিয়ন পোলের ম্যাধমে মাধ্যমে এই প্রশ্নগুলি ধরার চেষ্টা করেছে। এই মেগাপোলের ভবিষ্যদ্বাণী ঘোষণা করা হবে আজ সন্ধ্যা ৬টায় নিউজ এইট্টিন লোকমত-এ।
আরও পড়ুন – লোকসভা ভোটের প্রচারে আজ থেকে শুরু তৃণমূলের ‘অধিকার যাত্রা’, চলবে আগামী ১০ দিন
লোকসভা নির্বাচন ঘোষণার আর কয়েকদিন বাকি। তা হলে ভোটাররা ভোট দেবেন কাকে? এটি পরিমাপ করার জন্য, নেটওয়ার্ক এইট্টিন, বৃহত্তম সংবাদ গোষ্ঠী, তাদের মতামত জরিপে দেশের বিভিন্ন কোণ থেকে জনগণকে জরিপ করেছে।
advertisement
advertisement
সারাদেশে এই বিশেষ জরিপ চালানো হয়েছে। এই সমীক্ষাটি ৫৪৩টি আসনের মধ্যে ৫১৮টি লোকসভা কেন্দ্র করা হয়েছে। প্রথম দফায় ১ লাখ ৮ হাজার ৭৮০টি নমুনা নেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় ১ লাখ ১৮ হাজার ৬১৬টি নমুনা নেওয়া হয়েছে। এটি এখন পর্যন্ত যে কোনও হিসাবের ক্ষেত্রে এটি সর্বোচ্চ পরিসংখ্যান। ৫৪৩টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৫১৮টিতে গিয়ে এই সমীক্ষা তৈরি করা হয়েছে।
advertisement

ক’টি রাজ্য সমীক্ষা করেছে?

‘মেগা ওপেনিয়ান পোল’-এর জন্য মোট ২১টি রাজ্যে এই সমীক্ষা চালানো হয়েছে। প্রতিটি লোকসভা কেন্দ্র এবং ৩টি বিধানসভা কেন্দ্রেও এই সমীক্ষা চালানো হয়েছে। একটি বিধানসভা কেন্দ্রের ৫টি বুথে এই সমীক্ষা চালানো হয়েছে। মজার ব্যাপার হল, এই ওপিনিয়ন পোলে জনগণের মতামত জানতে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেই মতামত লিপিবদ্ধ করা হয়েছে। সারাদেশে ১ লাখ ২০ হাজার মানুষ এই ওপিনিয়ন পোলে অংশ নিয়েছেন। গুরুত্বপূর্ণ, স্বচ্ছতা আনতে একবার নয়, দু’বার জরিপ করা হয়েছে।
advertisement

কোথায় দেখতে পাবেন ওপিনিয়ন পোল?

– আপনি সন্ধ্যা ৬টা থেকে NEWS18 Lokmat নিউজ চ্যানেলে মেগা ওপেনিয়ান পোল দেখতে পারবেন। এই ওপেনিয়ান পোল ১৩ এবং ১৪ মার্চ প্রচারিত হবে৷
– একই সময়ে, আপনি NEWS18 Lokmat YouTube এবং Facebook পেজে মেগা ওপেনিয়ান পোল লাইভ দেখতে পারেন।
– মেগা ওপেনিয়ান পোলে পরিচালিত জরিপে জনগণ ঠিক কী উত্তর দিয়েছে, তারা কোন দলকে ভোট দিয়েছে? আপনি news18marathi.com-এ সম্পূর্ণ তথ্য পড়তে পারেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Lok Sabha Election 2024: ভোটের আগেই জনগণের মতের আন্দাজ! আজ দেখুন ওপিনিয়ন পোল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement