বিহারের রাজনীতিতে বারংবার রাজনৈতিক রং হয়েছে৷ নীতীশ কুমার আগে কংগ্রেসের সঙ্গে থাকলেও, পরে তিনি পালাবদল করেছেন৷ সরাসরি যোগ দিয়েছেন এনডিএ-তে৷ সেই নিয়ে বিপুল আলোচনা হয়েছে জাতীয় রাজনীতিতে৷ ভোটের মুখে নীতীশের পালাবদলের ঘটনাকে অনেকেই রাজনৈতিক সুবিধাবাদ হিসাবে চিহ্নিত করেছেন৷ কিন্তু বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বরং বলেছেন, তিনি আর কখনই রাজনৈতিক শিবির বদলের কথাও ভাবছেন না৷ তিনি এ বার বিজেপির সঙ্গেই থাকবেন৷
advertisement
২০১৯ সালের লোকসভা নির্বাচনেও এমনই ফল হয়েছিল বিহারে৷ সেখানে ৩৯ আসনে জয় পেয়েছিল বিজেপি৷ আর একটি মাত্র আসনে জিতেছিল আরজেডি৷ কিন্তু ২০২০ সালের বিধানসভা নির্বাচনে ফল একেবারে উল্টো হয়েছিল৷ ২০২০ সালে আরজেডি বিধানসভায় জিতেছিল ৭৫টি আসনে, বিজেপি জিতেছিল ৭৪টি আসনে, জেডিইউ জিতেছিল ৭১টি আসনে৷ কংগ্রেস জিতেছিল ১৯টি আসনে৷ সিপিআইএম (এল) জিতেছিল ১২টি আসনে, মিম জিতেছিল পাঁচটি আসনে৷ তবে লোকসভায় নেই ভোটের ফল একেবারে পাল্টে যেতে চলেছে বলেই মনে করা হচ্ছে৷