TRENDING:

News18 Mega Opinion Poll: নিউজ 18 ওপিনিয়ন পোল: বাংলায় বিজেপি ২৫! ১৭-তে আটকে যেতে পারে তৃণমূল

Last Updated:

News18 Mega Opinion Poll: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পায় তৃণমূল। তৃতীয় বারের জন্য সরকার গড়েন মমতা। সেই সময় প্রচারের সময়েই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবার তাঁরা ডাবল সেঞ্চুরি, অর্থাৎ ২০০-র বেশি আসনে জিতবেন। সেই কথাই ফলে গিয়েছিল। ২১৩ আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এবার চোখ লোকসভার দিকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: এসে গেল লোকসভা নির্বাচন। প্রতিটি রাজনৈতিক দলই তাঁদের প্রার্থী তালিকা প্রকাশ করছে। ইতিমধ্যেই বাংলার ২০ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। অপরদিকে, তৃণমূল কংগ্রেস ৪২ আসনেই প্রার্থী ঘোষণা করেছে। তবে, ভোট এখনও ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে, তার আগে নিউজ 18-এর জনমত সমীক্ষায় যে ফল সামনে এল , তা রীতিমতো চমকপ্রদ। ওপিনিয়ন পোলের হিসেব বলছে, পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে ২৫টিতে জিততে পারে বিজেপি, আর শাসক দল তৃণমূল আটকে যেতে পারে মাত্র ১৭টি আসন। প্রসঙ্গত, বিজেপির নজরে এখন দক্ষিণ এবং পূর্ব ভারত৷ নিউজ ১৮-এর জনমত সমীক্ষার যা ইঙ্গিত, তাতে লোকসভা নির্বাচনে পূর্ব ভারত খুব একটা হতাশ করবে না বিজেপিকে৷
বাংলায় ২৫ আসন পাবে বিজেপি?
বাংলায় ২৫ আসন পাবে বিজেপি?
advertisement

২০১৯ সালে বাংলায় লোকসভা নির্বাচনের ফলাফল

২০১৯ সালের লোকসভা ভোটে রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ২২টি আসনে জিতেছিল তৃণমূল এবং ১৮টি আসনে বিজেপি, বাকি ২টোয় কংগ্রেস। কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে দেখা যায়, বিজেপি মাত্র ৯টি লোকসভা আসনে তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে। আর তৃণমূল এগিয়ে রয়েছে ৩৩টি লোকসভা আসনে। কিন্তু জনমত সমীক্ষার ফলে বিজেপির চমকপ্রদ ফল হতে পারে এবার, তেমনই ইঙ্গিত মিলছে।

advertisement

 ২০২১ বিধানসভা নির্বাচনের ফলাফল

দল আসন প্রাপ্ত ভোট
তৃণমূল ২১৩ ৪৭.৯৪%
বিজেপি ৭৭ ৩৮.১৩%
জোট ৮.৬%
অন্যান্য ৫.৩৩%

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার অঙ্কন শিক্ষকের আকাশছোঁয়া সাফল্য! রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার
আরও দেখুন

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পায় তৃণমূল। তৃতীয় বারের জন্য সরকার গড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় প্রচারের সময়েই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবার তাঁরা ডাবল সেঞ্চুরি, অর্থাৎ ২০০-র বেশি আসনে জিতবেন। সেই কথাই ফলে গিয়েছিল। ২১৩ আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার লোকসভা ভোটের অনেক আগে থেকেই বিজেপির শীর্ষ নেতারা দাবি করেছেন, বাংলায় এবার অন্তত ২৫ আসন পাবে বিজেপি। ওপিনিয়ন পোলের ইঙ্গিত বলছে, বিজেপি নেতাদের সেই দাবি মিলে যেতে চলেছে পশ্চিমবঙ্গে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
News18 Mega Opinion Poll: নিউজ 18 ওপিনিয়ন পোল: বাংলায় বিজেপি ২৫! ১৭-তে আটকে যেতে পারে তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল