২০১৯ সালে বাংলায় লোকসভা নির্বাচনের ফলাফল
২০১৯ সালের লোকসভা ভোটে রাজ্যের ৪২টি লোকসভা আসনের মধ্যে ২২টি আসনে জিতেছিল তৃণমূল এবং ১৮টি আসনে বিজেপি, বাকি ২টোয় কংগ্রেস। কিন্তু ২০২১-এর বিধানসভা নির্বাচনের ফলের নিরিখে দেখা যায়, বিজেপি মাত্র ৯টি লোকসভা আসনে তৃণমূলের থেকে এগিয়ে রয়েছে। আর তৃণমূল এগিয়ে রয়েছে ৩৩টি লোকসভা আসনে। কিন্তু জনমত সমীক্ষার ফলে বিজেপির চমকপ্রদ ফল হতে পারে এবার, তেমনই ইঙ্গিত মিলছে।
advertisement
২০২১ বিধানসভা নির্বাচনের ফলাফল
| দল | আসন | প্রাপ্ত ভোট |
| তৃণমূল | ২১৩ | ৪৭.৯৪% |
| বিজেপি | ৭৭ | ৩৮.১৩% |
| জোট | ১ | ৮.৬% |
| অন্যান্য | ১ | ৫.৩৩% |
২০২১ সালের বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পায় তৃণমূল। তৃতীয় বারের জন্য সরকার গড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় প্রচারের সময়েই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এবার তাঁরা ডাবল সেঞ্চুরি, অর্থাৎ ২০০-র বেশি আসনে জিতবেন। সেই কথাই ফলে গিয়েছিল। ২১৩ আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু এবার লোকসভা ভোটের অনেক আগে থেকেই বিজেপির শীর্ষ নেতারা দাবি করেছেন, বাংলায় এবার অন্তত ২৫ আসন পাবে বিজেপি। ওপিনিয়ন পোলের ইঙ্গিত বলছে, বিজেপি নেতাদের সেই দাবি মিলে যেতে চলেছে পশ্চিমবঙ্গে।
