TRENDING:

পাসপোর্টে নিয়মে ফের বড়সড় বদল, ভেরিফিকেশনের জন্য আর যেতে হবে না থানায়

Last Updated:

পাসপোর্টে নিয়মে ফের বড়সড় বদল, ভেরিফিকেশনের জন্য আর যেতে হবে না থানায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পাসপোর্ট তৈরি আরও সহজ করতে নিয়মে বড়সড় পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার ৷ পাসপোর্টের আবেদন করার বেশ অনেকদিন পরেই হাতে পাওয়া যায় পাসপোর্ট ৷ বেশিরভাগ সময়ই পুলিশ ভেরিফিকেশনের জন্য অনেকটা সময় লেগে থাকে ৷ তাড়াতাড়ি যাতে দেশের নাগরিকরা পাসপোর্ট হাতে পেয়ে যান সেই জন্য নতুন পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷
advertisement

নয়া নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী, এবার থেকে পাসপোর্টের ক্ষেত্রে এবার পুলিশ ভেরিফিকেশন হতে চলেছে অনলাইনে ৷ সেক্ষেত্রে আর সশরীরে থানায় উপস্থিত হতে হবে না ৷ দ্য ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেমস (সিসিটিএনএস) ডেটাবেসের সঙ্গে পাসপোর্ট পরিষেবা যুক্ত করা হবে ৷ সোমবার থেকে দ্য ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেমস শুরু করা হয়েছে ৷

advertisement

এই ডেটাবেসের সাহায্যে অনলাইনে পুলিশ ভেরিফিকেশন করে নিতে পারবেন নাগরিকরা, জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব রাজীব মেহঋষি।

আরও পড়ুন

এবার ঠিকানার প্রমাণ হিসেবে আর কার্যকর থাকবে না পাসপোর্ট !

পুলিশ, আদালত, ফরেন্সিক গবেষণাগার, ফিঙ্গার প্রিন্ট, জেল এবং শিশু সংশোধনাগারের সমস্ত তথ্যও সিসিটিএনএস-এর ডেটাবেসের সঙ্গে যুক্ত করা হবে ৷ থাকবে সমস্ত অপরাধীদের তথ্য ৷ সঙ্গে থাকবে এফআইআর-এর রেকর্ডও ৷ ফলে পাসপোর্টের জন্য আবেদন করলে অনলাইনে ভেরিফিকেশন করা যেতে পারবে ৷ এই প্রকল্পের কারণে দেশের ১৫,৩৯৮টি পুলিশ স্টেশনের রেকর্ড অনলাইনে যুক্ত করা হয়েছে ৷

advertisement

উল্লেখ্য, এই নিয়মটি চালু করা নিয়ে ২০০৯ সাল থেকেই টালবাহানা চলছে ৷ অবশেষে এবার পাসপোর্টের নিয়ম সহজ করতে চালু হচ্ছে এই পদ্ধতি ৷

বাংলা খবর/ খবর/দেশ/
পাসপোর্টে নিয়মে ফের বড়সড় বদল, ভেরিফিকেশনের জন্য আর যেতে হবে না থানায়