এবার ঠিকানার প্রমাণ হিসেবে আর কার্যকর থাকবে না পাসপোর্ট !

Last Updated:

এবার ঠিকানার প্রমাণ হিসেবে আর গ্রহণ করা হবে না পাসপোর্ট !

#নয়াদিল্লি: দ্রুতই বদলাচ্ছে পাসপোর্টের ফরম্যাট ৷ অদূর ভবিষ্যতে ঠিকানার প্রমাণপত্র হিসেবে আর গ্রহণ করা হবে না পাসপোর্ট ৷ বিদেশমন্ত্রকের তরফে খবর, এবার থেকে পাসপোর্টের শেষ পাতাটি ফাঁকা থাকবে ৷ এতদিন ওখানেই লেখা থাকত ধারকের বাসস্থানের ঠিকানা ও বিবরণ ৷
পাসপোর্টের নয়া ফর্ম্যাট করতে চলেছে বিদেশ মন্ত্রক ৷ নয়া পাসপোর্টে সাদা থাকবে পাসপোর্টের পাতা ৷ এতদিন সেখানেই লেখা থাকত ধারকের ঠিকানা সহ বাবার নাম, অভিভাবক, মায়ের নাম, জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর নাম ৷ বিদেশমন্ত্রকের তিন সদস্য কমিটি এবং নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের দেওয়া রিপোর্টের পরই পাসপোর্টে বাবার নাম না রাখার সিদ্ধান্ত নেওয়া হয় ৷
advertisement
তবে যারা পাসপোর্ট তৈরি করছেন তাদের প্রত্যেকের ঠিকানা ও বাকি ব্যক্তিগত তথ্য নিজের কাছেই সংরক্ষণ করে রাখবে পাসপোর্ট ও অভিবাসন দফতর ৷
advertisement
একটি সর্বভারতীয় দৈনিকের প্রকাশিত রিপোর্টে মন্ত্রকের ভিসা বিভাগ ও পাসপোর্ট কনস্যুলারের নীতি ও আইনি বিষয়ক উপ-সচিব সুরেন্দ্র কুমার জানিয়েছেন, নাগরিকদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষা করতেই পাসপোর্টের শেষ পাতায় তা না ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে ৷
advertisement
একইসঙ্গে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, নতুন করে যারা পাসপোর্ট তৈরি করাবেন তারা হাতে পাবেন পরিবর্তিত পাসপোর্ট ৷ যাদের কাছে ইতিমধ্যেই পাসপোর্ট রয়েছে, তারা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর এই পরিবর্তিত পাসপোর্ট পাবেন ৷
শুধু ফর্ম্যাটই নয়, বদলাতে পারে পাসপোর্টের কভারের রঙও ৷ বর্তমানে সাধারণ নাগরিকদের নীল রঙের পাসপোর্ট দেওয়া হয় ৷ এর মধ্যে একটিতে অভিবাসন পরীক্ষা করাতে হয়, অন্যটিতে করাতে হয় না ৷ পরিবর্তিত পাসপোর্টে দ্বিতীয় বিভাগের পাসপোর্টের কভার নীলের বদলে কমলা করার কথা ভাবছে মন্ত্রক ৷ এছাড়া যেসব সরকারি আধিকারিক কাজের সূত্রে বিদেশ যায় তাদের সাদা পাসপোর্ট দেওয়া হয় ও কূটনীতিকদের লাল রঙের পাসপোর্ট ইস্যু করে বিদেশমন্ত্রক ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এবার ঠিকানার প্রমাণ হিসেবে আর কার্যকর থাকবে না পাসপোর্ট !
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement