TRENDING:

মহারাষ্ট্রে নতুন সমীকরণ? অন্ধেরিতে উদ্ধবপন্থী শিবসেনা প্রার্থীর বিরুদ্ধে লড়ছে না বিজেপি

Last Updated:

মহারাষ্ট্রে নতুন সমীকরণ? অন্ধেরিতে উদ্ধবপন্থী শিবসেনা প্রার্থীর বিরুদ্ধে লড়ছে না বিজেপি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বৃহন্মুম্বই পুরসভার নির্বাচনের আগে হঠাৎই মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন দিকের ইঙ্গিত৷ যদিও বিষয়টি নিয়ে আগে থেকেই চর্চা হচ্ছিল, তবু, শেষ পর্যন্ত বিজেপির অবস্থান নিয়ে ধাঁধা ছিলই৷ সবশেষে সেই অবস্থানও স্পষ্ট হয়ে গেল৷
প্রতীকী ছবি, Reuters
প্রতীকী ছবি, Reuters
advertisement

অন্ধেরি পূর্ব কেন্দ্রের উপনির্বাচনে উদ্ধবপন্থী শিবসেনা প্রার্থীর বিরুদ্ধে নিজেদের প্রার্থী তুলে নিল বিজেপি৷ মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে ও একনাথ পন্থী শিবসেনাও প্রার্থীপদ প্রত্যাহারের বিষয়ে বিজেপিকে আবেদন করেছিল৷ সেই বিষয়ে কথা রাখল গেরুয়া শিবির৷

আরও পড়ুন : 'গম' নয়, ওজন কমাতে 'এই' আটার রুটিই দুর্দান্ত কার্যকরী! খেলেই হুড়মুড় করে ওজন কমতে শুরু করবে, গ্যারান্টি!

advertisement

আরও পড়ুন : ক্রস প্যাসেজেই কি মরণফাঁদ? চিন্তায় নির্মাণকারী সংস্থার প্রযুক্তিবিদরা

অন্ধেরি পূর্ব কেন্দ্রে উদ্ধবপন্থী শিবসেনার জয়ী বিধায়ক ছিলেন রমেশ লতকে৷ তিনি সম্প্রতি প্রয়াত হন৷ তাঁর প্রয়াণে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে৷ সেই শূন্য আসনে উদ্ধবপন্থী শিবসেনার প্রার্থী হন রমেশের স্ত্রী রুতুজা লাতকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চিনি-গুড়ের রসে তো অনেক হল! রসগোল্লায় এবার মিলছে কাঁচা লঙ্কার ঝাল স্বাদ
আরও দেখুন

তাঁকে প্রার্থী করার পরই সবপক্ষ থেকে অনুরোধ করা হয় বিজেপিকে, যাকে তারা প্রার্থী তুলে নেয়৷ সেই কথা প্রাথমিক ভাবে বলে একনাথ শিবির, তার পর অনুরোধ করেন রাজ ঠাকরেও৷ রাজনৈতিক সৌজন্যের নজির রাখতেই এই প্রস্তাব দেওয়া হয় প্রায় সব দলের পক্ষ থেেক৷ তার পরেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
মহারাষ্ট্রে নতুন সমীকরণ? অন্ধেরিতে উদ্ধবপন্থী শিবসেনা প্রার্থীর বিরুদ্ধে লড়ছে না বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল