TRENDING:

মহারাষ্ট্রে নতুন সমীকরণ? অন্ধেরিতে উদ্ধবপন্থী শিবসেনা প্রার্থীর বিরুদ্ধে লড়ছে না বিজেপি

Last Updated:

মহারাষ্ট্রে নতুন সমীকরণ? অন্ধেরিতে উদ্ধবপন্থী শিবসেনা প্রার্থীর বিরুদ্ধে লড়ছে না বিজেপি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বৃহন্মুম্বই পুরসভার নির্বাচনের আগে হঠাৎই মহারাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ নিয়ে নতুন দিকের ইঙ্গিত৷ যদিও বিষয়টি নিয়ে আগে থেকেই চর্চা হচ্ছিল, তবু, শেষ পর্যন্ত বিজেপির অবস্থান নিয়ে ধাঁধা ছিলই৷ সবশেষে সেই অবস্থানও স্পষ্ট হয়ে গেল৷
প্রতীকী ছবি, Reuters
প্রতীকী ছবি, Reuters
advertisement

অন্ধেরি পূর্ব কেন্দ্রের উপনির্বাচনে উদ্ধবপন্থী শিবসেনা প্রার্থীর বিরুদ্ধে নিজেদের প্রার্থী তুলে নিল বিজেপি৷ মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে ও একনাথ পন্থী শিবসেনাও প্রার্থীপদ প্রত্যাহারের বিষয়ে বিজেপিকে আবেদন করেছিল৷ সেই বিষয়ে কথা রাখল গেরুয়া শিবির৷

আরও পড়ুন : 'গম' নয়, ওজন কমাতে 'এই' আটার রুটিই দুর্দান্ত কার্যকরী! খেলেই হুড়মুড় করে ওজন কমতে শুরু করবে, গ্যারান্টি!

advertisement

আরও পড়ুন : ক্রস প্যাসেজেই কি মরণফাঁদ? চিন্তায় নির্মাণকারী সংস্থার প্রযুক্তিবিদরা

অন্ধেরি পূর্ব কেন্দ্রে উদ্ধবপন্থী শিবসেনার জয়ী বিধায়ক ছিলেন রমেশ লতকে৷ তিনি সম্প্রতি প্রয়াত হন৷ তাঁর প্রয়াণে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে৷ সেই শূন্য আসনে উদ্ধবপন্থী শিবসেনার প্রার্থী হন রমেশের স্ত্রী রুতুজা লাতকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তাঁকে প্রার্থী করার পরই সবপক্ষ থেকে অনুরোধ করা হয় বিজেপিকে, যাকে তারা প্রার্থী তুলে নেয়৷ সেই কথা প্রাথমিক ভাবে বলে একনাথ শিবির, তার পর অনুরোধ করেন রাজ ঠাকরেও৷ রাজনৈতিক সৌজন্যের নজির রাখতেই এই প্রস্তাব দেওয়া হয় প্রায় সব দলের পক্ষ থেেক৷ তার পরেই গেরুয়া শিবিরের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
মহারাষ্ট্রে নতুন সমীকরণ? অন্ধেরিতে উদ্ধবপন্থী শিবসেনা প্রার্থীর বিরুদ্ধে লড়ছে না বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল