সূত্রমতে, বিচারপতি সুর্য কান্ত আগামী ২৪ নভেম্বর ২০২৫ তারিখে ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন। সুপ্রিম কোর্টের প্রচলিত সিনিয়রিটি রীতি মেনেই তাঁর নাম সুপারিশ করা হয়েছিল।
আরও পড়ুনঃ শুক্রবার ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের! কখন, কোথায় দেখে যাবে রেজাল্ট?
১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি হরিয়ানার হিসারে জন্ম নেয় বিচারপতি সুর্য কান্ত। হরিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক হওয়ার পর পেশাজীবন শুরু করেন। তিনি হরিয়ানার অ্যাডভোকেট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের বিচারপতি হন। ২০১৮ সালে তাঁকে সুপ্রিম কোর্টে যোগদান করেন।
advertisement
বর্তমানে তিনি ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি (NALSA)-র চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। তাঁর মেয়াদ প্রায় ১৫ মাস—২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি পদে থাকবেন। বিচারপতি সূর্য কান্তের নিয়োগকে বিচার প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। তিনি দায়িত্ব নেওয়ার পর সুপ্রিম কোর্টের রোস্টার ও মামলার নিষ্পত্তির গতি—উভয় ক্ষেত্রেই নতুন দিশা আসবে বলে আইনি মহলের ধারণা।
